• আমেরিকায় খুন ভারতীয় পড়ুয়া! টেক্সাসে ডাক্তারি পড়তে যাওয়া যুবককে গুলি করে পালাল দুষ্কৃতী
    আনন্দবাজার | ০৪ অক্টোবর ২০২৫
  • আমেরিকায় গুলিবিদ্ধ হয়ে নিহত ভারতীয় পড়ুয়া। টেক্সাস প্রদেশের ডালাসে এক ‘গ্যাস স্টেশন’ (গাড়িতে জ্বালানি ভরার জায়গা)-এ কাজ করতেন চন্দ্রশেখর পোলে (২৭)। শনিবার সকালে অজ্ঞাতপরিচয় এক দুষ্কৃতীর হামলায় নিহত হন হায়দরাবাদের ওই তরুণ।

    প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, উচ্চশিক্ষার জন্য ২০২৩ সালে আমেরিকায় গিয়েছিলেন চন্দ্রশেখর। হায়দারাবাদ থেকে দন্তচিকিৎসায় স্নাতক হওয়ার পরে স্নাতকোত্তরের জন্য আমেরিকায় যান তিনি। ছ’মাস আগেই আমেরিকায় স্নাতকোত্তর ডিগ্রি পেয়েছেন তিনি। সূত্রের খবর, তার পর থেকে সেখানে স্থায়ী চাকরির চেষ্টা করছিলেন তিনি। স্থায়ী চাকরি না-পাওয়া পর্যন্ত ডালাসে একটি ‘গ্যাস স্টেশন’-এ সাময়িক সময়ের জন্য কাজ করছিলেন চন্দ্রশেখর। এরই মধ্যে শনিবার সকালে আততায়ীর গুলিতে মৃত্যু হয় তাঁর।

    তেলেঙ্গানার ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-র বিধায়ক সুধীর রেড্ডি এবং প্রাক্তন মন্ত্রী টি হরিশ রাও হায়দরবাদে নিহত পড়ুয়ার বাড়িতে যান। পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন তাঁরা এবং প্রয়োজনীয় সব সাহায্যেরও আশ্বাস দেন। চন্দ্রশেখরের দেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন তাঁরা। বিআরএস নেতা রাও সন্তানহারা ওই পরিবারকে সমবেদনা জানিয়ে সমাজমাধ্যমে লেখেন, ‘ওই পরিবার ভাবত তাদের সন্তান অনেক বড় জায়গায় পৌঁছোবেন। কিন্তু সেই সন্তান আজ আর নেই। তাঁরা বাবা-মা হৃদয়বিদারক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন।”

    বস্তুত, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সময়ে আমেরিকার প্রশাসন দাবি করেছে, তারা আমেরিকাকে দুষ্কৃতীমুক্ত করার চেষ্টা চালাচ্ছে। অবৈধবাসীদের আমেরিকা থেকে বিতাড়নের সিদ্ধান্তের নেপথ্যেও সেটি অন্যতম কারণ বলে দাবি মার্কিন প্রেসি়ডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর প্রশাসনের। এরই মধ্যে আমেরিকায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল ভারতীয় পড়ুয়ার। গত মাসেই আমেরিকার মিশিগানে গির্জার ভিতরে এলোপাথাড়ি গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা। ওই ঘটনায় অন্তত চার জনের মৃত্যু হয়। আহত হন আরও অনেকে।
  • Link to this news (আনন্দবাজার)