মণ্ডপ থেকে প্রতিমার গয়না চুরির অভিযোগ ভাটপাড়ায়, প্রশ্নে উদ্যোক্তাদের ভূমিকা
আনন্দবাজার | ০৪ অক্টোবর ২০২৫
মণ্ডপে থাকা প্রতিমার গা থেকে সোনা এবং রুপোর গয়না চুরির অভিযোগ উঠল ভাটপাড়ায়। পুলিশ জানিয়েছে, ভাটপাড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সুগিয়াপাড়ায় কাঁকিনাড়া রাষ্ট্রীয় বিকাশ মঞ্চের দুর্গাপুজোয় এ বার সোনা ও রুপোর গয়না দিয়ে সাজানো হয়েছিল প্রতিমাকে।
বৃহস্পতিবার বিজয়ার পরে প্রতিমা নিরঞ্জন হয়নি। এ দিকে, মণ্ডপে থাকা সিসি ক্যামেরাও খুলে নেওয়া হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। আর সেই সুযোগেই কয়েক লক্ষ টাকার সোনা ও রুপোর গয়না হাতিয়ে নেয় কেউ বলেঅভিযোগ দায়ের হয়েছে পুজো কমিটির তরফে।
শুক্রবার সকালে পুজোর উদ্যোক্তারা মণ্ডপে গিয়ে দেখেন, প্রতিমা সম্পূর্ণ নিরাভরণ। এইঘটনায় পুজোর আয়োজকদের উদাসীনতার অভিযোগ তুলে সরব হয়েছেন ভাটপাড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিতকুমার সাউ। মণ্ডপে প্রতিমা থাকাকালীন কেন সিসি ক্যামেরা খুলে নেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সেই সঙ্গে অমিত বলেন, ‘‘গয়না যদি পাওয়া না যায়, তবে তৃণমূলকর্মীরা চাঁদা তুলে তা পুজো কমিটিকে দেবে। তবে, পুলিশ তদন্ত শুরু করেছে। আশা করছি, খুব তাড়াতাড়ি গয়না উদ্ধার হবে।’’
স্থানীয় বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে পাল্টা বলেন, ‘‘যে বা যারা চুরি করেছে, তাদের আগে খুঁজে বার করা দরকার। তৃণমূল কেন গয়না কেনার টাকা দিতে এত আগ্রহী? মায়ের ভক্তেরাই এই গয়না দান করেছিলেন। আবারও তাঁরাই দেবেন। কিন্তু পুলিশ-প্রশাসন ঠিক ভাবে কাজ করলে এই অবস্থা হত না।’’
ঘটনার তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ। কমিশনারেটের এক আধিকারিক বলেন, ‘‘খোঁজ চলছে। পরিচিত কেউই গয়না চুরির ঘটনায় জড়িত বলে অনুমান।’’