• পুজোর সপ্তাহে প্রথম স্থানে ‘পরিণীতা’
    বর্তমান | ০৪ অক্টোবর ২০২৫
  • দুর্গা পুজোর সপ্তাহে বড় চমক টিআরপি তালিকায়। ধারাবাহিকের ভাগ্য নির্ধারণ হয় এই টিআরপি-এর নম্বরের ভিত্তিতেই। পুজোর আবহে সেদিকে বাড়তি নজর ছিল সকলের। তালিকায় শীর্ষে রয়েছে জি বাংলার ‘পরিণীতা’। দ্বিতীয় স্থান দখলে রেখেছে স্টার জলসার ‘পরশুরাম আজকের নায়ক’। তৃতীয় স্থান নিয়ে জোর টক্কর। সেখানে তিনটি ধারাবাহিক স্থান পেয়েছে। ‘জগদ্ধাত্রী’, ‘ফুলকি’ এবং ‘রাজরাজেশ্বরী রানি ভবানী’। ৬.৫ নম্বর নিয়ে এই সপ্তাহের বেঙ্গল টপার ‘পরিণীতা’। গত সপ্তাহে যুগ্ম ভাবে প্রথম স্থানে ছিল ‘পরিণীতা’ এবং ‘পরশুরাম আজকের নায়ক’। সেই তুলনায় নম্বর কমেছে পরশুরামের।

    বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর দিনগুলি বছরের অন্যান্য সময়ের থেকে আলাদা। উৎসবমুখর পরিবেশে পুজোর সপ্তাহে বেঙ্গল টপার হওয়ায় উচ্ছ্বসিত ‘পরিণীতা’র পারুল ওরফে অভিনেত্রী ঈশানী চট্টোপাধ্যায়। এই খুশির খবরে একরাশ উচ্ছ্বাস প্রকাশ করে বললেন, ‘এটা মা দুর্গার আশীর্বাদ। গত সপ্তাহেও আমরা বেঙ্গল টপার ছিলাম। তখন পুজো শুরুর ঠিক আগের সময় ছিল। পুজোর সপ্তাহে ঠাকুর দেখা, এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ক্রিকেট ম্যাচের পাশাপাশি দর্শক যে আমাদের ধারাবাহিক দেখেছেন, তার জন্যই আবারও আমরা বেঙ্গল টপার। সকল দর্শককে অসংখ্য ধন্যবাদ।’

    শুরুর পর থেকেই দর্শকমনে আলাদা জায়গা করে নিয়েছে ‘পরিণীতা’। কিন্তু, মাঝে বেশ কয়েক সপ্তাহ প্রথম স্থান ছিল অধরা। আবারও পুরনো ফর্মে ফিরেছে এই ধারাবাহিক। গল্পে এসেছে বড় চমক। পুজোর মরশুমে ধারাবাহিকের গল্পেও উৎসবের আবহ। সেটাই কি সাফল্যের চাবিকাঠি? উত্তরে ঈশানী বলেন, ‘দর্শক দুর্গাপুজোর ট্র্যাক পছন্দ করছেন। এখনও আমাদের পর্বগুলি সম্প্রচার করা হয়নি। আরও অনেক চমক রয়েছে। গল্পে অনেক নতুন মোড় এসেছে। শাশুড়ি মায়ের সঙ্গে ভালো সম্পর্কের রসায়ন, শিরিনকে হারিয়ে পারুলের জয় এবং রায়ান-পারুলের সম্পর্কের রসায়নে এখন জমজমাট পরিণীতা। তাই দর্শক দু’হাত ভরে আশীর্বাদ করেছেন আমাদের।’
  • Link to this news (বর্তমান)