• পরপর হামলা, ভারতীয় সিনেমা বন্ধ কানাডায়
    বর্তমান | ০৪ অক্টোবর ২০২৫
  • টরন্টো: দক্ষিণ এশিয়ার সিনেমা চালানোর অভিযোগে পরপর হামলা কানাডার একটি প্রেক্ষাগৃহে। তার জেরেই বন্ধ হল ভারতীয় সিনেমার প্রদর্শনী। কানাডার ওন্টারিও প্রদেশের ফিল্ম ডট সিএ-র নামে একটি প্রেক্ষাগৃহে গত এক সপ্তাহের মধ্যে প্রথমে অগ্নিসংযোগ ও পরে গুলি চালানোর ঘটনা ঘটেছে। বাধ্য হয়েই ঋষভ শেট্টির কান্তারা সিনেমার শো বন্ধ করেছে সংস্থাটি। পাশাপাশি, পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ছবির প্রদর্শনীও বন্ধ রাখা হয়েছে।

    জানা যাচ্ছে, গত ২৫ সেপ্টেম্বর সকাল ৫টা ২০মিনিট নাগাদ প্রথমবার হামলা হয় ওই প্রেক্ষাগৃহে। পুলিশ জানিয়েছে, দুই সন্দেহভাজন ব্যক্তি একটি এসইউভি গাড়ি করে এসে হলের বাইরের গেটের কাছে আগুন ধরিয়ে দেয়। সিসি ক্যামেরায় ধরা পড়েছে, একটি ধূসর রঙের এসএউভি গাড়ি চড়ে এসেছিল দুই সন্দেহভাজন। দরজার কাছে তারা আগুন ধরিয়ে দেয়। অন্যদিকে, ২ অক্টোবর প্রেক্ষাগৃহের বাইরে কয়েক রাউন্ড গুলি চালায় এক কৃষ্ণাঙ্গ যুবক। এই দুই হামলার জেরেই ছবির প্রদর্শনী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)