• দু'বছরের মধ্যে পরপর নাবালিকাকে ধর্ষণ করে খুন, এই রাজ্যে শিউরে ওঠা কাণ্ড, পুলিশেরও চোখ ছানাবড়া ...
    আজকাল | ০৫ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: এক এলাকায় পরপর দুই নাবালিকাকে ধর্ষণ করে খুন। জেল থেকে পালিয়ে যাওয়ার পর দ্বিতীয় ঘটনাটি ঘটাল এক যুবক। অবশেষে পুলিশের জালে অভিযুক্ত যুবক। উৎসবের আবহে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।‌

    সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে। শনিবার পুলিশ সূত্রে জানা গেছে, সাত বছর বয়সি এক নাবালিকাকে যৌন হেনস্থার পর খুন করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এই যুবক কয়েক বছর আগেই ছয় বছর বয়সি এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করেছিল। তারপর থেকে সে পলাতক ছিল। 

    পুলিশ আরও জানিয়েছে, ৩৩ বছর বয়সি অভিযুক্ত যুবককে ভিয়ান্দি শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে। পয়লা অক্টোবর সে ঘটনাটি ঘটিয়ছিল। সাত বছর বয়সি ওই নাবালিকা তার প্রতিবেশী ছিল‌। তাকেই ধর্ষণ করে, শ্বাসরোধ করে খুন করার অভিযোগ ওঠে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে। খুনের পর নাবালিকার দেহটি বস্তার মধ্যে ভরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। 

    বুধবার রাতেই বিহারের মধুবনীতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল অভিযুক্ত যুবকের। তার আগেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার দিন বাড়ির বাইরে খেলাধুলা করতে বেরিয়েছিল ওই নাবালিকা। তারপর আর বাড়ি ফেরেনি। তখন থেকেই নাবালিকার খোঁজ শুরু করে পরিবার। খুঁজতে খুঁজতে অভিযুক্ত যুবকের বাড়ির সামনে এসে নাবালিকার খেলনা দেখতে পান সকলে। তারপরেই অভিযুক্ত যুবকের বাড়ির দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেন। 

    সেই ঘর থেকে বস্তার মধ্যে থেকে নাবালিকার দেহ উদ্ধার করা হয়। ২০২৩ সালে ওই এলাকায় একইভাবে ছয় বছর বয়সি এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করেছিল সে। পুলিশি হেফাজত থেকে আদালতে আনার পথে পালিয়ে যায় সে। তারপর থেকে এই সাত বছর বয়সি নাবালিকার বাড়ির পাশেই ভাড়া বাড়িতে থাকতে শুরু করে। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। 

    প্রসঙ্গত, গত মাসেই এই রাজ্যে আরও এক নৃশংস ঘটনা ঘটেছিল। হবু স্ত্রীর সঙ্গে সঙ্গমে লিপ্ত হতে চেয়েছিল যুবক। কিন্তু কিশোরী তাতে রাজি ছিল না। এদিকে ফাঁকা বাড়িতে যৌনতার শখ মাথায় চাপে যুবকের। স্ত্রীর মেজাজ দেখে রেগে লাল হয়ে যায়। অবশেষে কিশোরীকে ধর্ষণ করে, শ্বাসরোধ করে খুন করল সে। বিয়ের আগে হাড়হিম কাণ্ডে শিউরে উঠেছেন সকলে। 

    সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পালগড়ে। এক কিশোরীকে ধর্ষণ করে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে। পুলিশ সূত্রে জানা গেছে, কিশোরীকে সঙ্গমে লিপ্ত হওয়ার জন্য জোরাজুরি করছিল ওই যুবক। এদিকে যৌনতায় লিপ্ত হতে অনিচ্ছুক ছিল ওই কিশোরী। এর জেরেই কিশোরীকে ধর্ষণ করে শ্বাসরোধ করে খুন করে সে। 

    পুলিশ আরও জানিয়েছে, ঘটনাটি ঘটেছে গত বুধবার। বিদালধার গ্রামে ওই কিশোরীর বাড়িতে গিয়েছিল যুবক। এর কয়েক মাস আগেই কিশোরীর সঙ্গে যুবকের বাগদান সম্পন্ন হয়েছিল। কাজের জন্য কিশোরীর বাবা, মা বাইরে গিয়েছিলেন। সেই সময় বাড়ি ফাঁকা ছিল। সেই নির্জনতার সুযোগেই অভিযুক্ত যুবক কিশোরীর সঙ্গে দেখা করতে আসে। 

    ফাঁকা বাড়িতে কিশোরীর সঙ্গে সঙ্গমে লিপ্ত হতে চেয়েছিল যুবক। কিন্তু তাতে আপত্তি জানায় কিশোরী।‌ এরপরেই কিশোরীকে ধর্ষণ করে সে। তারপর শ্বাসরোধ করে খুন করে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে বাড়ি ছেড়ে কাছের একটি জঙ্গলে গিয়ে গা ঢাকা দিয়েছিল। বাড়িতে ফিরেই মেয়ের নিথর শরীর দেখে আঁতকে ওঠেন বাবা, মা। দ্রুত থানায় অভিযোগ জানানো হয়। যুবকের বিরুদ্ধে অভিযোগ জানান কিশোরীর মা। অভিযোগের ভিত্তিতে কয়েক ঘণ্টার মধ্যেই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে সে পুলিশি হেফাজতে রয়েছে। অন্যদিকে কিশোরীর দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 
  • Link to this news (আজকাল)