• স্বামীর থেকে যৌনসুখ মেলে না, বয়সে ছোট প্রেমিকের সঙ্গে পালিয়ে গেলেন দুই নাতির ঠাকুমা, লজ্জায় মাথায় হাত পরিবারের ...
    আজকাল | ০৫ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ভরা সংসার। ছেলে, পুত্রবধূ, নাতিদের নিয়ে সুখেই কাটছিল দিন। কিন্তু স্বামীর সঙ্গে সুখী ছিলেন না সুখবন্তী। তাই আচমকাই বয়সে ছোট প্রেমিকের সঙ্গে পালিয়ে গেলেন তিনি। সঙ্গে চুরি করে নিয়ে গেছেন নগদ টাকা ও সোনার গয়না। 

    সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। পুলিশ সূত্রে জানা গেছে, যুবতীর বয়স ৪০ বছর। তিনি দুই সন্তানের মা ও দুই নাতির ঠাকুমা। ঝাঁসির বাসিন্দা। দিন কয়েক আগে ৩৫ বছর বয়সি প্রেমিকের সঙ্গে তিনি পালিয়ে গেছেন। সঙ্গে নগদ হাজার হাজার টাকা এবং সোনার গয়না নিয়ে পালিয়ে যান। 

    যুবতীর স্বামী থানায় অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, নিজের পুত্রবধূর সোনার গয়না ও ৪০ হাজার টাকা নিয়ে তিনি পালিয়ে গেছেন প্রেমিকের সঙ্গে। পুলিশ আরও জানিয়েছে, ঝাঁসির স্যায়ারি গ্রামে ঘটনাটি ঘটেছে। যুবতীর নাম, সুখবন্তী। প্রতিবেশী যুবক অমর সিংয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন তিনি। সুখবন্তীর স্বামী জানিয়েছেন, আড়াই বছর আগে মধ্যপ্রদেশে এক ইটভাটায় কাজ করতে গিয়েছিলেন সুখবন্তী। সেখানেই অমর সিংয়ের সঙ্গে পরিচয় হয়। তারপরেই প্রেমের সম্পর্কের শুরু। 

    বিষয়টি জানাজানি হতেই সুখবন্তীকে গ্রামে ফিরিয়ে আনেন স্বামী। কিন্তু তারপরেও চুপিচুপি যোগাযোগ করতেন দুজনে। একাধিক অমরের সঙ্গে স্ত্রীকে কথা বলতে ও দেখা করতেও দেখেছেন তিনি। হাতেনাতে ধরা পড়ার পরেও যোগাযোগ থামাননি। দিন কয়েক আগে প্রেমের চিকিৎসার জন্য তাঁরা বাইরে গিয়েছিলেন। সেই সুযোগেই সুখবন্তী সোনার গয়না ও নগদ টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। 

    প্রসঙ্গত, গত বছর এমন এক ঘটনা ঘটেছিল এই রাজ্যেই। কথায় বলে, প্রেমের কোনও বয়স হয় না। কিন্তু এক বৃদ্ধার কীর্তিতে জনসমক্ষে মুখ দেখাতে পারছে না তাঁর পরিবার। কী ঘটিয়েছেন তিনি? বৃদ্ধা এক প্রতিবেশী তরুণের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। শুধু তাই নয়, তরুণের সঙ্গে চুটিয়ে প্রেমও করছেন। সম্প্রতি তরুণের হাত ধরে বাড়ি থেকেও পালিয়ে গিয়েছেন। যে কীর্তি জানাজানি হতেই, চরম অস্বস্তিতে গোটা পরিবার। 

    সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে। বাজারিয়া এলাকায় এক বৃদ্ধা ৩০ বছর বয়সি এক তরুণের সঙ্গে সম্প্রতি বাড়ি থেকে পালিয়ে গিয়েছেন। পরিবারের দাবি, ওই তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বৃদ্ধার। প্রতিবেশীরাও বিষয়টি টের পেয়েছেন। বৃদ্ধার এহেন কাণ্ডে লজ্জায় জনসমক্ষে কোনও কথাও বলতে পারছেন না সন্তান, নাতি-নাতনিরা। 

    বৃদ্ধার ছেলে জানিয়েছেন, এই প্রথমবার নয়। এর আগে আরও চারবার বৃদ্ধা বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন। বুঝিয়ে আবার বাড়ি ফিরিয়ে আনা হয়েছিল। এবার সেই প্রেমের টানেই ঘরছাড়া হয়েছেন। এবার আর ফিরিয়ে আনার চেষ্টা করবেন না। কারণ তাঁর কারণেই প্রতিবেশীরা নানাভাবে অপমান, অপদস্থ করেন। সমাজে স্বাভাবিকভাবে ঘোরাফেরা করতে পারেন না তাঁরা। 

    অন্যদিকে পুলিশের তরফে জানানো হয়েছে, পরিবারের তরফে এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ এলে বিষয়টি খতিয়ে দেখবে তারা। বৃদ্ধার খোঁজ চালাবে। 
  • Link to this news (আজকাল)