আজকাল ওয়েবডেস্ক: পুলিশের গাড়ির ছাদে যুবতীর উন্মত্ত অবস্থায় নৃত্য। দুর্গাপুজোর উৎসবমুখর আবহে এমন দৃশ্য দেখে স্তব্ধ রামপুরহাট। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো সফলভাবে আয়োজনের পর দশমীর রাত থেকেই শুরু হয়েছে প্রতিমা বিসর্জনের পর্ব। সেই আনন্দঘন পরিবেশের মধ্যেই শুক্রবার, একাদশীর রাতে রামপুরহাটের কামারপট্টি মোড়ে ঘটে গেল এক অনভিপ্রেত ঘটনা। প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা দেখতে এসে এক যুবতীর এমন কাণ্ডে মুহূর্তে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রামপুরহাট শহরের একাধিক পূজো কমিটির প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা কামারপট্টি মোড় হয়ে যাচ্ছিল। হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়ে ছিলেন প্রতিমা দেখার জন্য। আলো, সঙ্গীত, ঢাক, আর আনন্দে ভরে উঠেছিল চারদিক। ঠিক সেই সময়ই ভিড়ের মধ্যে থেকে এক যুবতী হঠাৎ উঠে পড়েন রামপুরহাট থানার পুলিশের একটি গাড়ির ছাদে। ছাদে উঠে উন্মত্ত অবস্থায় হাত-পা নাড়িয়ে নাচতে শুরু করেন তিনি। পাশাপাশি গাড়ির ছাদে দাপাদাপিও শুরু করেন। উপস্থিত জনতার কেউ কেউ মোবাইলে ভিডিও তুলতে শুরু করেন, মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
পরে পুলিশ এসে যুবতীকে গাড়ি থেকে নামানোর চেষ্টা করলে শুরু হয় আরও একপ্রস্থ নাটক। শুরু হয় নতুন ঝামেলা। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, গাড়ির ছাদ থেকে নামানোর চেষ্টা করা হলে ওই যুবতী চিৎকার-চেঁচামেচি শুরু করে এবং এক মহিলা স্বেচ্ছাসেবককে চড় ও লাথি মারে। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসে পুলিশ। তখনও যুবতী উত্তেজিত অবস্থায় আচরণ করতে থাকেন। কর্তব্যরত পুলিশের সঙ্গে হাতাহাতিও করেন বলে অভিযোগ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবতী তখন মত্ত অবস্থায় ছিলেন। প্রাথমিক তদন্তে অনুমান, মদ্যপানজনিত উচ্ছ্বাস থেকেই এই ধরনের অশোভন আচরণ করেছেন তিনি। পরবর্তী সময়ে ঘটনাস্থল থেকে যুবতীকে আটক করে রামপুরহাট থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ সিং। তবে ওই যুবতীর নাম ও পরিচয় জানা যায়নি।
এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে। অনেকে বিস্ময় প্রকাশ করেছেন, আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন জনসমক্ষে পুলিশের গাড়ির ওপর এভাবে অশ্লীল আচরণ কীভাবে সম্ভব? দুর্গাপুজোর পরের আনন্দ-উৎসবের ভিড়ে এই ঘটনা নিঃসন্দেহে এক লজ্জাজনক অধ্যায় হয়ে রইল রামপুরহাটের বিসর্জন রাতের ইতিহাসে। শহরের একাংশের মতে, এই ঘটনা সমাজে শালীনতার সীমা ভাঙার দৃষ্টান্ত হয়ে থাকবে। যা সম্পূর্ণ অনভিপ্রেত। তবে প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে ও ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে।