• অতি প্রবল বৃষ্টির লাল সতর্কতা ১০ জেলায়, উৎসবের আবহে কোন কোন জেলায় চরম ভোগান্তি? জানিয়ে দিল হাওয়া অফিস ...
    আজকাল | ০৫ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: দুর্গাপুজো মিটলেও উৎসব শেষ হয়নি এখনও। সামনেই লক্ষ্মীপুজো। এই আবহে বাংলায় একটানা প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। জেলায় জেলায় জারি হয়েছে লাল সতর্কতা। অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। উত্তর থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই জারি রয়েছে সতর্কতা। 

    আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে নিম্নচাপ ওড়িশা থেকে সরে ঝাড়খণ্ড হয়ে বিহারের দিকে অভিমুখে। শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। যা শনিবারের মধ্যেই নিম্নচাপে পরিণত হবে। মৎস্যজীবীদের আজও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 

    শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে। এই চার জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার এবং কয়েকটি জায়গায় ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে কোচবিহার ও উত্তর দিনাজপুরে। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে মালদহ ও দক্ষিণ দিনাজপুরে। 

    আগামিকাল রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি রয়েছে শুধুমাত্র আলিপুরদুয়ারে। এই জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার এবং কয়েকটি এলাকায় ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহারে। এই জেলাগুলিতেও ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে। 

    আগামী সোমবার উত্তরবঙ্গের মধ্যে শুধুমাত্র আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে। ওই দিন থেকে উত্রতরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট কমবে। আগামী সোমবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে তার জন্য আগাম কোনও সতর্কতা জারি করা হয়নি। 

    অন্যদিকে আজ দক্ষিণবঙ্গের বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে এই দুই জেলায়। জারি রয়েছে হলুদ সর্তকতা। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা। 

    আগামিকাল শুধুমাত্র মুর্শিদাবাদ ও নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুই জেলায় হলুদ সর্তকতা জারি রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা। 

    আগামী সোমবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শুধুমাত্র এই জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি রয়েছে। আগামী মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতা। আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কোনও সতর্কতা জারি হয়নি। 
  • Link to this news (আজকাল)