• চট্টগ্রামের খাগড়াছড়ি হিংসা কাণ্ড, ঢাকার অভিযোগকে ভিত্তিহীন বলল ভারত
    বর্তমান | ০৫ অক্টোবর ২০২৫
  • নয়াদিল্লি: চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের খাগড়াছড়িতে সাম্প্রতিক হিংসার জন্য ভারতকে কাঠগড়ায় তুলেছেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এক আদিবাসী কিশোরীর গণধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ থেকে হিংসা ছড়িয়ে পড়ে। চলে অগ্নিসংযোগ। সংঘর্ষের জেরে মৃত্যু হয় তিনজনের। চৌধুরীর অভিযোগ, খাগড়াছড়িতে গোষ্ঠী হিংসার নেপথ্যে ভারতের উস্কানি রয়েছে। বাংলাদেশ সরকারের তোলা এই অভিযোগের কড়া জবাব দিল ভারত। শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ঢাকার অভিযোগকে ‘ভুয়ো ও ভিত্তিহীন’ বলে খারিজ করে দিয়েছেন।

    জাহাঙ্গীর আলম চৌধুরীর মন্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে এদিন জয়সওয়াল বলেন, আমরা পরিষ্কার ভাষায় এধরনের ভুয়ো ও ভিত্তিহীন অভিযোগ খারিজ করছি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সেদেশের আইন-শৃঙ্খলা বজায় রাখার কাজে ব্যর্থ। তাই সেই দায় অন্যের উপর চাপানো তারা অভ্যাসে পরিণত করে ফেলেছে। এসব না করে বাংলাদেশ সরকার বরং আত্মনীরিক্ষণ করুক। চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে স্থানীয় কট্টরপন্থীরা যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়কে নিশানা বানিয়ে হিংসা, অগ্নিসংযোগ ও জমি দখলের ঘটনা ঘটিয়েছে, তার নিরপেক্ষ তদন্ত করুক।

    বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের একের পর এক ঘটনা সত্ত্বেও তা মানতে নারাজ খোদ অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনুস। সাংবাদিক মেহদি হাসানকে দেওয়া এক সাক্ষাৎকারে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগগুলিকে ‘ভুয়ো খবর’ বলে উড়িয়ে দিলেন তিনি। সংখ্যালঘুদের নিরাপত্তায় সরকারের ব্যর্থতার অভিযোগ সত্য নয় বলে দাবি ইউনুসের। তিনি বলেন, ‘প্রথমে বলি এগুলি ভুয়ো খবর। এই ভুয়ো খবরে বিশ্বাস করা উচিত নয়।’ ইউনুসের কাছে জানতে চাওয়া হয়, তাহলে কেন হিন্দুরা প্রতিবাদে রাস্তায় নামছেন? এমনকি গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বাংলাদেশে হিংসার ঘটনাকে ‘বর্বরোচিত’ বলে মন্তব্য করেছিলেন। গত বছর অন্তর্বতী সরকার ক্ষমতায় আসার পর থেকে হিংসার এইসব ঘটনা কি বৃদ্ধি পায়নি? অভিযোগ অস্বীকার করে ইউনুস উল্টে ভারতকে নিশানা বানিয়েছেন। তাঁর অভিযোগ, ‘ভারতে ভুয়ো খবর ছড়াচ্ছে। বাংলাদেশে প্রতিবেশীদের মধ্যে সাধারণ জমি বিবাদকেও সাম্প্রদায়িক হিংসার রং দিয়ে দিচ্ছে। হিন্দু-মুসলিম বিবাদ বলা হচ্ছে। আদতে এগুলি নিছক প্রতিবেশীদের মধ্যে বিবাদ।’ 
  • Link to this news (বর্তমান)