ফের হাতির হামলায় লণ্ডভণ্ড স্কুল, পঠনপাঠন নিয়ে উদ্বেগে শিক্ষক থেকে অভিভাবকরা
দৈনিক স্টেটসম্যান | ০৫ অক্টোবর ২০২৫
হাতির হানায় ফের লণ্ডভণ্ড স্কুল। নাগরাকাটার বামনডাঙা চা বাগানের টন্ডু টিজি থ্রি প্রাথমিক বিদ্যালয়ে হানা। শুক্রবার গভীর রাতে দু’টি হাতি ওই স্কুলে ঢুকে রীতিমতো তাণ্ডব চালায় বলে খবর। এর ফলে স্কুলের অফিস ঘর, মিড ডে মিলের রান্নাঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এমনকী ভেঙে পড়েছে ক্লাসের একাধিক জানলাও। হাতির হানা থেকে রক্ষা পায়নি বিভিন্ন আসবাবপত্রও। এর আগেও এই স্কুলে হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয়েছিল একাধিক শ্রেণিকক্ষ। তার মধ্যেই চলত পঠন-পাঠন। স্থানীয়দের দাবি, এই নিয়ে গত তিন বছরে পাঁচবার হামলার মুখে পড়েছে এই স্কুল। এই অবস্থায় কীভাবে ক্লাস চলবে তা নিয়ে চিন্তায় শিক্ষকরা। প্রশাসনিক সাহায্যের দাবি তোলা হয়েছে।
স্থানীয় বাসিন্দা রহিত ওঁরাও বলেন, ‘মাঝে মধ্যেই গরুমারা জঙ্গল থেকে বেরিয়ে পড়ে হাতি। তেমনই শুক্রবার রাতেও দু’টি হাতি বেরিয়ে পড়ে এবং বিদ্যালয় চত্বরে ঢুকে ব্যাপক তাণ্ডব চালায়।‘ স্থানীয় ওই বাসিন্দার কথায়, হাতির হামলায় আগেই শ্রেণিকক্ষগুলি ক্ষতিগ্রস্ত ছিল। এবার ক্ষতি হয়েছে অফিস ঘর। রক্ষা পায়নি মিড ডে মিলের রান্নাঘরও। অন্যদিকে বিদ্যালয়ের শিক্ষক লক্ষ্মীনারায়ণ সাউ জানিয়েছেন, ‘সব ক’টি শ্রেণিকক্ষ হাতির হামলায় আগে থেকেই ক্ষত-বিক্ষত হয়ে ছিল। ঝুঁকি নিয়ে ক্লাস চলছিল। এবার অফিস ও রান্নাঘরও ভেঙে গেল।‘ প্রশাসনিক সহযোগিতার দাবি করেছেন তিনি।
বর্তমানে পুজোর জন্য স্কুল বন্ধ রয়েছে। পুজোর ছুটির পর স্কুলে কীভাবে পঠনপাঠন হবে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্কুলের অন্যান্য শিক্ষকরাও। পঠনপাঠনের পাশাপাশি স্কুলের অন্যান্য কাজ কীভাবে চলবে তা নিয়েও বাড়ছে চিন্তা। ঘটনার পর থেকে আতঙ্কে অভিভাবকরাও। বারবার হাতির হানায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। নিরাপত্তা ব্যবস্থার অভাব নিয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। খুনিয়া বনদপ্তরের রেঞ্জার সজল কুমার দে জানিয়েছেন, ‘ঘটনাটি খতিয়ে দেখা হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী আবেদন করলে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।‘