তৃণমূল পরিচালিত পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সমাজমাধ্যমে বিস্ফোরক পোস্ট করলেন খোদ তৃণমূল বিধায়ক। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের ঘটনা। দুর্গাপুজোর কানির্ভাল শুরুর মুহূর্তে রায়গঞ্জ পৌর পরিষেবার বিরুদ্ধে সরব হয়ে কার্নিভাল বয়কট করলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী।
কৃষ্ণ কল্যাণী এক্স হ্যান্ডলে লেখেন, ‘রায়গঞ্জ পৌরসভা ও প্রশাসনের চরম অবহেলার কারণে শহরের পরিচ্ছন্নতা ও পরিকাঠামো উন্নয়ন সম্পূর্ণভাবে থমকে গিয়েছে।…আমাদের সরকার নগর উন্নয়ন বিভাগ থেকে ৭ কোটি টাকা, উত্তরবঙ্গ উন্নয়ন বিভাগ থেকে ১০ কোটি দিয়েছে রায়গঞ্জে পৌরসভা এলাকার পরিকাঠামোর উন্নয়নের জন্য, কিন্তু রায়গঞ্জ পৌরসভা এবং প্রশাসন পুরোপুরি ব্যর্থ হয়েছে, জনগণ ক্ষিপ্ত হয়ে আছে পরিষ্কার পরিচ্ছন্নতা উন্নয়নের পরিকাঠামো দিকে রায়গঞ্জ পৌরসভার উদাসীনতা ও নিম্নমানের পরিষেবা থেকে।…তাই রায়গঞ্জের বিধায়ক হিসেবে, এই বছরের পুজো কার্নিভালে নিজেকে বিরত রাখছি।’
যদিও রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারপার্সন অরিন্দম সরকার সাফ জানিয়েছেন, ‘পরিষেবা নিয়ে কারো কোনও অভিযোগ নেই। কিন্তু অভিযোগ জানিয়েছেন আমাদের বিধায়ক। কি কারণে অভিযোগ করেছেন বুঝতে পারছি না।’