• বাংলা সিনেমায় সুপারস্টার বলে কিছু নেই: ব্রাত্য বসু
    দৈনিক স্টেটসম্যান | ০৫ অক্টোবর ২০২৫
  • পুজোর মরশুমে বাংলা ছবির পর্দার লড়াই এবার গড়াল রাজনীতির ময়দানে। একদিকে দেব বনাম কুণাল ঘোষের তিক্ত বাকযুদ্ধ, অন্যদিকে সেই বিতর্কে ঘৃতাহুতি দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর স্পষ্ট মন্তব্য, ‘বাংলা সিনেমায় সুপারস্টার বলে কিছু নেই। যিনি সত্যিকারের সুপারস্টার, তিনি অন্যের অধীনে রাজনীতি করেন না, নিজের দল গড়েন।’

    ব্রাত্য বসু বলেন, ‘দেব-কুণালের কী লড়াই হয়েছে, আমি জানি না। চারটে বাংলা ছবি একসঙ্গে মুক্তি পেয়েছে— সব ক’টিই যদি ব্যবসা করে, তাতেই খুশি হব। কিন্তু সিনেমায় যাঁরা নিজেদের সুপারস্টার বলেন, তাঁরা কখনও অন্য নেতার অধীনে রাজনীতি করেননি। কমল হাসান, চিরঞ্জীবী, কিংবা তামিলনাড়ুর বিজয়, এঁরাই প্রকৃত সুপারস্টার।’

    এরপরই তিনি বলেন, ‘যিনি সত্যিকারের সুপারস্টার, তিনি নিজেই দল গড়বেন। যেমন, তৃণমূল কংগ্রেসে সুপারস্টার মমতা বন্দ্যোপাধ্যায়, স্টার অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাকিরা কেউ সুপারস্টার নন। ভাল অভিনেতা আছেন, স্টারও আছেন, কিন্তু বাংলা সিনেমায় “সুপারস্টার” শব্দটাই আসলে হাস্যকর।’

    নিজেকে উদাহরণ হিসেবে টেনে ব্রাত্য যোগ করেন, ‘আমি থিয়েটার করি, রাজনীতিতেও আছি। এখন যদি বলি আমি সুপারস্টার, তার চেয়ে হাস্যকর আর কিছু হতে পারে না। এটা দ্বিচারিতা।’

    প্রসঙ্গত, এই দুর্গাপুজোয় একসঙ্গে মুক্তি পেয়েছে চারটি বাংলা ছবি— দেবের ‘রঘু ডাকাত’ ও কুণাল ঘোষের সঙ্গে যুক্ত ‘রক্তবীজ ২’-সহ আরও দুটি বড় বাজেটের ছবি। মুক্তির পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। কুণালের অভিযোগ, দেব নিজের প্রভাব খাটিয়ে বেশি প্রেক্ষাগৃহে বেশি শো পাচ্ছেন। এমনকি দেবকে ‘মাফিয়া’ বলেও কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র। তাঁর বক্তব্য, ‘ছবি মুক্তির আগে উদারতা দেখানোই আসল উদারতা। মুক্তির পরে বেছে বেছে সুযোগ দেওয়া ঠিক নয়। ইন্ডাস্ট্রির মধ্যে রাজনীতি বরদাস্ত করা যায় না।’

    অন্যদিকে, দেবের জবাব, ‘কাউকে ছোট করে বড় হতে চাই না। এই চেষ্টাও কোনওদিন করিনি। বন্ধু হতে যোগ্যতা লাগে, শত্রু হতেও যোগ্যতা লাগে। এখনও কেউ সেই জায়গায় পৌঁছায়নি।’

    যেখানে দেব-কুণাল সংঘর্ষে উত্তপ্ত হয়েছে টালিগঞ্জ, সেখানে ব্রাত্য বসুর বক্তব্যে নতুন বিতর্কের সূত্রপাত। তাঁর মন্তব্যের পরেই ইন্ডাস্ট্রির অন্দরে শুরু হয়েছে জোর আলোচনা— বাংলা সিনেমায় আসলেই কি কোনও সুপারস্টার নেই, নাকি রাজনীতির ছায়াতেই এই মন্তব্য?
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)