• পরপর শিশুমৃত্যুর জের! মধ্যপ্রদেশে নিষিদ্ধ ‘বিষাক্ত’ কাশির সিরাপ ‘কোল্ডরিফ’
    প্রতিদিন | ০৫ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরপর শিশুমৃত্যুর জেরে এবার টনক নড়ল মধ্যপ্রদেশ সরকারের। নিষিদ্ধ করা হল ‘বিষাক্ত’ কাশির সিরাপ ‘কোল্ডরিফ’। বিতর্কিত এই সিরাপটিকে আগেই নিষিদ্ধ করেছে তামিলনাড়ু এবং রাজস্থান সরকার। এবার সেই পথে হাঁটল মধ্যপ্রদেশও। সূত্রের খবর, তামিলনাড়ু ড্রাগ কন্ট্রোল বিভাগের একটি পরীক্ষায় ধরা পড়েছে, এই কাশির সিরাপে রয়েছে ৪৮.৬ শতাংশ ‘ডাইথিলিন গ্লাইকল’ নামের বিশেষ একটি রাসায়নিক, যা শরীরের জন্য ক্ষতিকর। এতদিন মধ্যপ্রদেশ সরকার গোটা বিষয়টি নিয়ে চুপ ছিল। কিন্তু শনিবার রাজ্যের ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন একটি নির্দেশিকা জারি করে জানিয়েছে, রাজ্যে ‘কোল্ডরিফ’ সিরাপের বিতরণ যাতে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়।    

    গত কয়েকদিন ধরেই মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা এবং রাজস্থানের সিকার এলাকায় পরপর শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে। সামান্য জ্বর থেকেই আচমকা কিডনি বিকল হয়ে মৃত্যু হচ্ছিল তাদের। মধ্যপ্রদেশে সবমিলিয়ে ১০ শিশুর মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে জানা যাচ্ছে, জ্বর হলেই অসুস্থ শিশুটিকে সরকারি হাসপাতালে ৬ ঘণ্টার জন্য নজরদারিতে রাখা হচ্ছে। অবস্থার অবনতি হলে শিশুদের জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে।

    মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, “কোল্ডরিফ সিরাপের কারণে ছিন্দওয়ারায় শিশুদের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। সমগ্র মধ্যপ্রদেশে এই সিরাপের বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। সিরাপ তৈরির কারখানাটি তামিলনাড়ুর কাঞ্চিপুরমে অবস্থিত। তাই রাজ্য সরকার তামিলনাড়ু সরকারকে তদন্তের জন্য আর্জি জানিয়েছে। শনিবার সকালে রিপোর্ট পাওয়া গিয়েছে। তার ভিত্তিতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।”
  • Link to this news (প্রতিদিন)