সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যোগী রাজ্যে কোচিং সেন্টারের মধ্যেই ভয়ংকর বিস্ফোরণ। ঘটনায় কমপক্ষে নিহত দুই। আহত আরও সাত। শনিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছ উত্তর প্রদেশের ফারুখাবাদে। ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। বিস্ফোরণের খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী।
কীভাবে এই বিস্ফোরণ তা এখনও স্পষ্ট নয়। তবে কোচিং সেন্টারে বেসমেন্টে সেপটিক ট্যাঙ্ক রয়েছে। সেখানে ঘনীভূত মিথেনের কারণেই এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশের। যদিও বিস্ফোরণের পিছনে নাশকতার কোনও যোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোচিং সেন্টারে প্রত্যেকদিনই পড়ুয়ারা পড়তে আসেন। আজ শনিবার হঠাৎ করেই প্রবল বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। একেবারে রক্তারক্তি কাণ্ড ঘটে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল। ঘটনাস্থলে যান ফরেনসিকের আধিকারিকরা। কীভাবে বিস্ফোরণ তা নিশ্চিত হতে ঘটনাস্থল থেকে সংগ্রহ করা হয় নমুনাও।
ইতিমধ্যে ঘটনায় দুঃখপ্রকাশ করে বিস্তারিত খোঁজ নিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একই সঙ্গে আহতদের দ্রুত চিকিৎসার পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। শুধু তাই নয়, নিহতদের পরিবারের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে কীভাবে এই ঘটনা তার পূর্ণাঙ্গ তদন্তেরও নির্দেশ দিয়েছেন তিনি দিয়েছেন বলে জানা যাচ্ছে।