• দাম্পত্য কলহকে আত্মহত্যায় প্ররোচনা বলা যায় না
    বর্তমান | ০৫ অক্টোবর ২০২৫
  • এলাহাবাদ: স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াকে আত্মহত্যার প্ররোচনা হিসেবে গণ্য করা যাবে না। উত্তরপ্রদেশে আত্মহত্যার প্ররোচনা সংক্রান্ত একটি মামলায় এমনই মন্তব্য করল এলাহাবাদ হাইকোর্ট। বিচারপতি সমীর জৈনের সিঙ্গল বেঞ্চ জানিয়েছে, দম্পতিদের মধ্যে ঝগড়া ও পারিবারিক সমস্যা খুবই সাধারণ বিষয়। তার জন্য দম্পতির কেউ যদি আত্মহত্যা করে, তাকে প্ররোচনা বলা চলে না। এমনকী ঝগড়ার সময় স্বামী বা স্ত্রী যদি অপরজনকে ‘তোমার মরে যাওয়া উচিত’ বলে এবং তারপর কেউ আত্মহত্যা করেন, তাহলেও কারও বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ আনা যাবে না। 

    এই মামলার সূত্রপাত ২০২২ সালে। ওই বছর উত্তরপ্রদেশে আউরিয়ায় এক যুবক আত্মহত্যা করেন। ওই যুবকের স্ত্রী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ দায়ের হয়। অভিযোগ, যুবকের স্ত্রী রচনাদেবী প্রায়ই স্বামীর সঙ্গে ঝগড়া করতেন। ওই যুবককে অপমানও করা হত। পুলিশ রচনা ও তাঁর বাবা-মায়ের বিরুদ্ধে চার্জশিট পেশ করে। ২০২৩ সালে স্থানীয় আদালত অভিযুক্তদের মামলা রেহাই দেওয়ার আবেদন খারিজ করে। এরপর রচনা হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট শুনানির শেষে জানিয়েছে, ওই যুবকের স্ত্রী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে প্ররোচনা দেওয়ার নির্দিষ্ট কোনও প্রমাণ পাওয়া যায়নি। ঝগড়ার সময় বলা কোনও কথাকে প্ররোচনা বলা যায় না। নিম্ন আদালতের রায় খারিজ করে রিভিউ পিটিশনের আবেদনেও ছাড়পত্র দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট।
  • Link to this news (বর্তমান)