• দু’বছর পর ফের ডাক পরিষেবা চালু চূড়াচাঁদপুরে
    বর্তমান | ০৫ অক্টোবর ২০২৫
  • বিশেষ সংবাদদাতা, ইম্ফল: দীর্ঘ দু’বছর পর হিংসাদীর্ণ মণিপুরের চুড়াচাঁদপুর জেলায় ফের চালু হল ডাক পরিষেবা। শনিবার ডাক বিভাগের এক আধিকারিক একথা জানিয়েছেন। তিনি বলেছেন, শুক্রবার সকাল সাড়ে এগারোটায় একটি পোস্টাল ভ্যান জেলা সদর দপ্তর থেকে চিঠি, পার্সেল সংগ্রহ করে। তারপর দুপুর ১২টা ৪০ মিনিট নাগাদ ইম্ফলে ফিরে যায় ওই ভ্যান। উত্তর-পূর্বের রাজ্যে গোষ্ঠী সংঘাতের জেরে  চূড়াচাঁদপুরে দুই বছরেরও বেশি সময় ধরে নিয়মিত ডাক সরবরাহ বন্ধ ছিল। যার ফলে সাধারণ মানুষকে চূড়ান্ত ভোগান্তির মুখে পড়঩তে হয়। হিংসার কারণে সেখানে ২৬০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। ঘরছাড়া হাজার হাজার মানুষ। এই পরিস্থিতিতে মণিপুরের বাকি অংশের সঙ্গে চূড়াচাঁদপুরের যোগাযোগের ক্ষেত্রে ডাক পরিষেবা চালু হওয়াকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ মনে করা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)