• জয়পুরে পানশালায় ২০ শতাংশ ‘কাউ সেস’, বিতর্ক
    বর্তমান | ০৫ অক্টোবর ২০২৫
  • জয়পুর: পানশালায় ২০ শতাংশ ‘কাউ সেস’। রাজস্থানের যোধপুরে গত ৩০ সেপ্টেম্বর পার্ক প্লাজা এলাকার এক পানশালায় এমনই ঘটনা ঘটে। সম্প্রতি সেই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। জানা গিয়েছে, এক গ্রাহক ছ’টি বিয়ার ও খাবারের অর্ডার দেন। তাঁর আদতে বিল হয় ২ হাজার ৬৫০ টাকা। তবে জিএসটি, ভ্যাট এবং ২০ শতাংশ কাউ সেস (গোমাতা রক্ষা করার জন্য কর) যোগ করে সেই বিলের পরিমাণ গিয়ে দাঁড়ায় ৩ হাজার ২৬২ টাকা। সেই বিল ভাইরাল হতেই নেটিজেনরা প্রশ্ন তুলতে শুরু করেন, এহেন বাড়তি করের কারণ কী। এ ব্যাপারে অবশ্য পানশালা কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৮ সাল বসুন্ধরা রাজের আমল থেকেই এই সেস চালু রয়েছে। রাজ্যে গো-মাতাদের সংরক্ষণের লক্ষ্যেই চালু করা হয়েছে। আর এটা নতুন কিছু নয়। এব্যাপারে রাজস্থানের অর্থসচিব কুমার পাল গৌতম বলেন, কারও টেবিলে মদ্যপানের পরিষেবা দেওয়া হলেই তার সঙ্গে অতিরিক্ত মূল্য যোগ হয়। সেটা অতিরিক্ত কর হিসেবেই লেখা হয়। এখানে সেটি ‘কাউ সেস’ হিসেবে লেখা হয়েছে। 
  • Link to this news (বর্তমান)