স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও তুলে বিদেশে বিক্রি, অভিযোগ দায়ের
বর্তমান | ০৫ অক্টোবর ২০২৫
বেঙ্গালুরু: স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনে চাপ দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। শুধু তাই নয়, নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও গোপন ক্যামেরায় রেকর্ড করে বিদেশে পাচারের অভিযোগও তুলেছেন ওই নির্যাতিতা। কর্ণাটকের পুত্তেনাহাল্লিতে এমনই অভিযোগ তুললেন এক মহিলা। পাশাপাশি, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে প্রতারণারও অভিযোগ তুলেছেন ওই মহিলা।
২০২৪ সালের ডিসেম্বরে সৈয়দ এনামুল হকের সঙ্গে বিয়ে হয় ওই মহিলার। সেই সময় পণ হিসেবে মহিলার কাছ থেকে ৩৪০ গ্রাম সোনার গয়না ও একটি বাইক নেয় এনামুল। তবে কয়েকদিনের মধ্যেই ওই মহিলা জানতে পারেন যে এনামুলের আগেও বিয়ে হয়েছে। এমনকী অন্তত ১৯ জন মহিলার সঙ্গে তাঁর বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে।
নির্যাতিতার আরও অভিযোগ, তাঁদের বেডরুমে গোপন ক্যামেরা লাগিয়ে রেখেছিলেন এনামুল। সেখানে দম্পতির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও রেকর্ড করে তিনি বিদেশে নিজের সহযোগীদের কাছে সেগুলি বিক্রি করতেন। এমনকী নিজের স্ত্রীকে বিদেশে থাকা বন্ধুদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য চাপ দিতেন এনামুল। নির্যাতিতার দাবি, গোটা বিষয়টি শ্বশুরবাড়ির লোকজনও জানতেন। এনামুলের ভাইও বেশ কয়েকবার অভিযোগকারীর সঙ্গে অন্তরঙ্গ হওয়ার চেষ্টা করেছিল। গত ২১ সেপ্টেম্বর ওই মহিলাকে মারধর করে এনামুল ও তাঁর পরিবার বাড়ি ছেড়ে পালায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।