• শৃঙ্খলাভঙ্গ ও দুর্নীতির অভিযোগ, বরখাস্ত ২ বিচারক
    বর্তমান | ০৫ অক্টোবর ২০২৫
  • মুম্বই: দুর্নীতি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ। এর জেরে নিম্ন আদালতের দুই বিচারককে বরখাস্ত করল বম্বে হাইকোর্ট। শৃঙ্খলারক্ষা কমিটির তদন্তের পর দুই বিচারকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হল। অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক ধনঞ্জয় নিকমের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। অন্যদিকে দেওয়ানি বিচারক ইরফান শেখের বিরুদ্ধে মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার ঘটনায় মামলা দায়ের হয়েছে। হাইকোর্টে বিচারক শেখের বিরুদ্ধে আবেদন এখনও অমীমাংসিত অবস্থায় রয়েছে।  সাতারা জেলা ও দায়রা বিচারক নিকমের বিরুদ্ধে দুর্নীতি দমন শাখায় ৫ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ দায়ের হয়। চলতি বছরের জানুয়ারিতেই তিনি অন্তর্বর্তী জামিনের জন্য হাইকোর্টে আর্জি জানিয়েছিলেন। তবে আর্জি খারিজ করে দেওয়া হয়। 
  • Link to this news (বর্তমান)