• মাওবাদীদের সঙ্গে আলোচনা নয়: অমিত শাহ
    বর্তমান | ০৫ অক্টোবর ২০২৫
  • জগদলপুর: মাওবাদীদের সঙ্গে কোনও আলোচনা নয়। সরকার আত্মসমর্পণ ও পুনর্বাসনের যে সুযোগ দিচ্ছে, তা গ্রহণ করতে তারা বাধ্য। শনিবার ছত্তিশগড়ের জগদলপুরে বস্তার দশেরা লোকোৎসবে হাজির হয়ে সাফ জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি তিনি এও বলেন, ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদীদের নিশ্চিহ্ন করার যে লক্ষ্য নিয়ে সরকার এগচ্ছে, তা পূর্ণ হবেই।  মাওবাদীদের সঙ্গে আলোচনার ব্যাপারে নানা মহল থেকে দাবি উঠছে। সেই প্রেক্ষিতে শাহ বলেন, ‘কিছু কিছু মানুষ আলোচনার কথা বলছেন। আমি একটা বিষয় স্পষ্ট করে বলতে চাই, ছত্তিশগড় এবং কেন্দ্রীয় সরকার যৌথভাবে বস্তার ও মাওবাদী এলাকাগুলির উন্নয়ন চায়। কাজেই এখন আর কথা বলার মতো কী আছে? আত্মসমর্পণ এবং পুনর্বাসনের আকর্ষনীয় সুযোগ দেওয়া হচ্ছে। এগিয়ে আসুন এবং অস্ত্রত্যাগ করে মূলস্রোতে ফিরে আসুন।’
  • Link to this news (বর্তমান)