• মন্দিরে যেতে চাওয়ায় দলিত যুবককে মারধর
    বর্তমান | ০৫ অক্টোবর ২০২৫
  • আমেদাবাদ: ফের দলিত নিগ্রহ। বিজেপি শাসিত গুজরাতে মন্দিরে যেতে চেয়েছিলেন এক দলিত যুবক। স্রেফ এই কারণেই তাঁকে হেনস্তা ও মারধরের অভিযোগ উঠল। ওই যুবককে জাত তুলে গালিগালাজও করা হয় বলে অভিযোগ। মোদি ও শাহর রাজ্যে গত ২৬ সেপ্টেম্বরের এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন নিগৃহীত যুবক শৈলেশ সোলাঙ্কি (৩৮)। এর পরিপ্রেক্ষিতে হেনস্থার পাশাপাশি এসসি-এসটি আইনেও মামলা দায়ের হয়েছে।  

    পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন কাল ভৈরব মন্দিরে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন খেরাওয়ারা লক্ষ্মীপুরা গ্রামের বাসিন্দা শৈলেশ। বালোচপুর গ্রামের কাছে ভরত পটেল নামে অভিযুক্তের সঙ্গে তাঁর দেখা হয়। তিনি কেন ওই এলাকায় ঘুরে বেড়াচ্ছেন, তা জানতে চান ভরত। শৈলেশকে পরিচয়পত্রও দেখাতে বলেন অভিযুক্ত। আধার কার্ডে শৈলেশের দলিত পরিচয় জানার পরই হেনস্তা শুরু করে ভরত। কেন রাতের অন্ধকারে তিনি মন্দিরে যাচ্ছেন, তা নিয়েও প্রশ্ন তোলেন অভিযুক্ত। এরপরই শৈলেশকে চড়থাপ্পড় মারেন ভরত। 

    এই সময় নরেন্দ্রসিং ও জগতসিং পারমার নামে দুই বাইক আরোহী ভরতকে নিরস্ত করেন।  এরপরও রণে ভঙ্গ দেননি ভরত। শৈলেশকে জোর করে বাইকে তুলে বেশ কিছুটা দূরে ছেড়ে দেন অভিযুক্ত। পাশাপাশি মন্দিরের দিকে গেলে ফল ভালো হবে না বলেও দলিত যুবককে হুমকি দেন ভরত। 
  • Link to this news (বর্তমান)