নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নতুন উপরাষ্ট্রপতি হওয়ার পর পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে আগামী মঙ্গলবার সব দলের রাজ্যসভার দলনেতাকে বৈঠকে ডাকলেন সি পি রাধাকৃষ্ণন। প্রথমবার বিভিন্ন দলের ফ্লোর লিডারদের সঙ্গে হবে বৈঠক। তবে অসুস্থ থাকায় ওই বৈঠকে থাকছেন না রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে। একইভাবে থাকবেন না তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েনও। তবে তৃণমূলের পক্ষে উপস্থিত থাকবেন ডেপুটি লিডার সাগরিকা ঘোষ। কংগ্রেসের পক্ষে জয়রাম রমেশ। মোট ৩৪ রাজনৈতিক দলের নেতার সঙ্গে হবে বৈঠক।