• এবার জেইই-নিটের কোচিং মিলবে সিবিএসই স্কুলেই, ভাবনা কেন্দ্রের
    বর্তমান | ০৫ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকের মধ্যে কোচিং নির্ভরতা কমানোই প্রধান লক্ষ্য। সেইমতো এবার স্কুলেই জেইই, নিটের মতো প্রতিযোগিতামূলক প্রবেশিকা পরীক্ষার প্রশিক্ষণ পাবেন পড়ুয়ারা। ইতিমধ্যেই এমন চিন্তাভাবনা শুরু করেছে সিবিএসই। সরকারি সূত্রের খবর, শিক্ষামন্ত্রকের অনুমোদন ক্রমেই এই ব্যাপারে নির্দিষ্ট গাইডলাইনস তৈরির কাজেও আগামী দিনে হাত দেওয়া হবে। 

    সম্ভাব্য সেই নির্দেশিকায় বলা হবে, এহেন প্রশিক্ষণের ক্ষেত্রে কোনওমতেই বেসরকারি কোচিং সেন্টারগুলিতে জুড়তে পারবে না স্কুল কর্তৃপক্ষ। এই ব্যাপারে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের হয় আলাদা প্রশিক্ষণ দিতে হবে। অন্যথায় কোনও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে গাঁটছড়া বাঁধতে হবে স্কুলগুলিকে। আবার চাইলে যৌথভাবেও প্রবেশিকা পরীক্ষার জন্য কোচিং দিতে পারেন। এই ব্যাপারে এখনও পর্যন্ত শিক্ষামন্ত্রকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি। তবে ওয়াকিবহাল মহলের সংশয়, সব স্কুলে এই সংক্রান্ত নজরদারি রাখা আদৌ সম্ভব হবে তো? নাহলে কোচিং সেন্টার নির্ভরতা কমাতে গিয়ে শেষমেশ বহু স্কুলেই সরকারের নজর এড়িয়ে কোচিং ব্যবসা রমরমিয়ে চালু হয়ে যেতে পারে। কোচিং নির্ভরতা কমানোর জন্য উচ্চ শিক্ষার জন্য প্রতিযোগিতামূলক প্রবেশিকা পরীক্ষা নিয়ে ঠিক কী চিন্তাভাবনা করছে কেন্দ্র? 

    শিক্ষামন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, এই ব্যাপারে সিবিএসই স্কুলগুলিতে ‘সেন্টার্স ফর অ্যাডভান্সড স্টাডিজ’ (সিএএস) খোলার পরিকল্পনা করা হয়েছে। প্রধানত স্কুল চত্বরের মধ্যেই ক্লাস করানোর চিন্তাভাবনা রয়েছে। স্কুলের নিয়মিত ক্লাসের পাশাপাশিই সিএএসের কোচিংও চলবে। কাউন্সেলিং এবং নির্দিষ্ট কিছু মূল্যায়নের ভিত্তিতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের সিএএসে ভর্তি করবে স্কুল কর্তৃপক্ষ। নির্দেশিকায় বলা হবে, মাঝপথে যদি কোনও পড়ুয়া সিএএস ছাড়তে চান, তাহলে তিনি তা নির্দ্বিধায় করতে পারবেন। এক্ষেত্রে তাঁর যে নিয়মিত পঠন পাঠন চলছে স্কুলে, সেখানে কোনও প্রভাব পড়বে না। প্রাথমিকভাবে স্থির হয়েছে, সেন্টার্স ফর অ্যাডভান্সড স্টাডিজে অঙ্ক, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, অর্থনীতি, অ্যাকাউন্টস, লিগ্যাল স্টাডিজের মতো বিষয়ই পড়ানো হবে। গাইডলাইনসে একেবারে স্পষ্ট করে দেওয়া হবে যাতে, স্কুলগুলি কোনওমতেই ‘ডামি’ কিংবা ‘ফ্র্যাঞ্চাইজি’ কোচিং সেন্টার না চালায়। সেক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।
  • Link to this news (বর্তমান)