• কারুর দুর্ঘটনা: হাইকোর্টের নির্দেশে সিট গঠন
    বর্তমান | ০৫ অক্টোবর ২০২৫
  • চেন্নাই: কারুরে পদপিষ্ট হয়ে ৪১ জনের মৃত্যুর ঘটনায় বিশেষ তদন্তকারী দল (সিট) গড়ল তামিলনাড়ু সরকার। শনিবার মুখ্যমন্ত্রী স্ট্যালিন জানিয়েছেন, হাইকোর্টের নির্দেশ মেনে এই সিট তৈরি হয়েছে। শীঘ্রই সব সত্যি সামনে আসবে। 

    নিছক দুর্ঘটনা নয়, কারুরকাণ্ডের নেপথ্যে রয়েছে বড় ষড়যন্ত্র। শুরু থেকেই এমন অভিযোগ করে এসেছে অভিনেতা-রাজনীতিক বিজয়ের দল টিভিকে। হাইকোর্টেও তাদের দাবি ছিল, কারুরে বিজয়ের সভায় বিপত্তির নেপথ্যে ছিল পুলিশের লাঠিচার্জ। যদিও এই দাবি ‘অর্থহীন’ বলেই উড়িয়ে দেয় স্ট্যালিন সরকার। হাইকোর্ট টিভিকে’র সিবিআই তদন্তের দাবি খারিজ করে সিট গঠনের নির্দেশ দেয়। এর পরিপ্রেক্ষিতেই এদিন সিট গঠনের কথা জানাল সরকার। 

    এদিন সোশ্যাল মিডিয়া পোস্টে  স্ট্যালিন লেখেন, শীঘ্রই একটি স্ট্যান্ডার্ড অপারেটিং মডেল (এসওপি) তৈরি করা হবে। যা এই ধরনের বড় দুর্ঘটনা এড়াতে সাহায্য করবে। বিভিন্ন রাজনৈতিক দল, সাধারণ মানুষ এবং বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই মডেলটি তৈরি করা হবে। এদিকে, মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ কারুর মামলায় টিভিকে-র দুই নেতা এন আনন্দ এবং সিটিআর নির্মল কুমারের আগাম জামিনের আর্জি খারিজ করে দিয়েছে। পাশাপাশি ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতা নিয়েও বিচারপতির প্রশ্নের মুখে পড়তে হয় বিজয়ের দলকে।
  • Link to this news (বর্তমান)