নিজস্ব প্রতিনিধি, মালদহ, রায়গঞ্জ ও সংবাদদাতা হিলি: আজ থেকে আগামী ২৪ ঘন্টায় গৌড়বঙ্গ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদ তপন কুমার দাস জানান, বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ সৃষ্টি হয়ে ওড়িশার গোপালপুর উপকূলে আছড়ে পড়ে এবং অন্ধ্রপ্রদেশের দিকে চলে যায়। এর জেরেই মালদহ সহ উত্তরবঙ্গের আট জেলায় প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস।
দপ্তর সূত্রে জানা গিয়েছে, মালদহ জেলা জুড়ে আগামী ২৪ ঘণ্টায় ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। শুক্রবার সকাল সাড়ে আটটা থেকে শনিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত মালদহ জেলায় ৭.২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। শনিবার সকাল সাড়ে আটটা থেকে এদিন বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ৩৩ মিলিমিটার।
এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের পরই পরিস্থিতি মোকাবিলায় সবরকম ব্যবস্থা নিতে শুরু করেছে ইংলিশবাজার পুরসভা। শনিবার দিনভর এনিয়ে প্রস্তুতি নিতে দেখা যায় পুর কর্তৃপক্ষকে। মালদহ জেলা প্রশাসনের সহযোগিতায় বিপর্যয় মোকাবিলা টিমকে তৈরি রাখা হয়। প্রয়োজনে কাউন্সিলারদের রাত জেগে নজরদারি চালানোর নির্দেশ দেন চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। শনিবারের বৃষ্টিতে ইংলিশবাজার শহরের বেশকিছু জায়গায় জল জমে থাকতে দেখা যায়।
এদিকে, কয়েকদিনের উষ্ণ আবহাওয়ার পর ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির ঘনঘটা রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার বিস্তীর্ণ এলাকায়। এতে কিছুটা স্বস্তি ফিরলেও ঝড়, বৃষ্টিতে পরিস্থিতির অবনতি হয়েছে।
সিকিম আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী,আজ থেকে ফের ব্যাপক বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যা চলবে সোমবার পর্যন্ত। গত ২৪ ঘণ্টায় রায়গঞ্জ ও আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ও সর্বনিম্ন ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণ দিনাজপুর জেলার মাঝিয়ান আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক সুমন সূত্রধর জানান, দক্ষিণ দিনাজপুর জেলায় ৪ থেকে ৬ অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্ত ভারী, ৭ অক্টোবর বিক্ষিপ্ত মাঝারি এবং ৮ অক্টোবর বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৮ অক্টোবর পর্যন্ত জেলার আকাশ মেঘলা থাকবে। শনিবার বিকেল সাড়ে চারটে পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯৭.২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
শনিবার প্রায় আধঘণ্টার বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরে। নেপালি পাড়া, চকভবানী, রঘুনাথপুর, ত্রিধারা ক্লাব ও রেডক্রস সংলগ্ন এলাকার একাংশ রাস্তা সহ নিচু অংশে জল দাঁড়িয়ে যায়। শহরের নিউটাউন ক্লাবের বাঁশের গেট জাতীয় সড়কে ভেঙে বাইকের উপর পড়ে যায়। অল্পের জন্য রক্ষা পান চালক।