নকশালবাড়িতে রাজ্য সড়কে বিনা অনুমতিতে বিজ্ঞাপনের খুঁটি, বিতর্ক
বর্তমান | ০৫ অক্টোবর ২০২৫
সংবাদদাতা, নকশালবাড়ি: রাজ্য সড়কে বিজ্ঞাপনের খুঁটি নিয়ে বিতর্ক। কার আদেশে বসল খুঁটি তা নিয়ে তদন্তে শিলিগুড়ি মহাকুমা পরিষদ। সংকীর্ণ রাস্তা, ফুটপাত দখলের অভিযোগ তুলে তা উপড়ে ফেললেন বাসিন্দারা। শনিবার এনিয়ে চাঞ্চল্য ছড়ায় নকশালবাড়ির বাবুপাড়ায়। উল্লেখ্য, ওই এলাকায় নকশালবাড়ি থেকে পানিঘাটাগামী রাজ্য সড়কে বেশ কয়েকটি শপিংমল খুলেছে। এনিয়ে প্রচার চালাতেই শিলিগুড়ি মহাকুমা পরিষদের উদ্যোগে স্থাপন করা পথবাতিতে বসেছে বিজ্ঞাপনের হোর্ডিং। এখানেই শেষ নয়, রাজ্য সড়কে বিনা অনুমতিতে বিজ্ঞাপনের খুঁটি বসানো হয়েছে। এনিয়ে ব্লক প্রশাসনের ভূমিকায় সরব হয়েছেন বাসিন্দারা। তবে কে বা কারা খুঁটি বসিয়েছে, তা কেউই জানে না।
নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ ঘোষ বলেন, কে বা কারা ওই খুঁটি বসিয়েছে, তা আমাদের জানা নেই। এনিয়ে স্থানীয়রাও কোনও অভিযোগ জানাননি। বিষয়টি খতিয়ে দেখে আলোচনায় বসব। উল্লেখ্য, ওই এলাকার কয়েকশো মিটার রাস্তায় ৩০টি খুঁটি বসানো হয়েছে। যেখানে বিজ্ঞাপনের হোর্ডিং সহ লাইট লাগানো হবে। এতে দখল হয়ে যাচ্ছে রাস্তার ফুটপাত। শনিবার ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা চারটি খুঁটি উপড়ে ফেলে দেন। এনিয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য মহম্মদ কালাম বলেন, কার অনুমতিতে এসব খুঁটি বসেছে, তা নিয়ে তদন্ত হোক।
ওই এলাকারে বাসিন্দা শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। এনিয়ে তিনি বলেন, রাস্তাটি ব্যস্ততম। খুঁটি বসানোয় রাস্তাটি ছোট হচ্ছে। ফুটপাতে চলাচলে সমস্যা হচ্ছে বাসিন্দাদের। সমস্ত বিষয় পূর্তদপ্তরকে জানিয়েছি। পাশাপাশি মহকুমা পরিষদ থেকেও তদন্ত করা হবে।