বাগডোগরায় স্কুটারের সঙ্গে গাড়ির সংঘর্ষ, মৃত্যু মহিলা পুলিশকর্মীর
বর্তমান | ০৫ অক্টোবর ২০২৫
সংবাদদাতা, বাগডোগরা: ডিউটি যাওয়ার পথে ছোট গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এক মহিলা কনস্টেবলের। শনিবার সকাল ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বাগডোগরার বিহারমোড় সংলগ্ন ৩১নং জাতীয় সড়কের ভুজিয়াপানিতে। পুলিশ জানিয়েছে, মৃত কনস্টেবলের নাম রুকমেরি লেপচা (৩২)। তাঁর বাড়ি দার্জিলিংয়ের পেডংয়ে। বাগডোগরার ভুজিয়াপানিতে ভাড়া বাড়িতে থাকতেন। বাগডোগরা থানার অন্তর্গত বিমানবন্দর ফাঁড়িতে বেশ কিছুদিন কর্তব্যরত থাকার পর বর্তমানে পুলিশ লাইনে ডিউটি করছিলেন তিনি। প্রতিদিনের মতো এদিন সকালে তিনি বাড়ি থেকে নিজের স্কুটার নিয়ে শিলিগুড়ির উদ্দেশে রওনা দেন। তবে বাড়ি থেকে কিছুটা দূরেই জাতীয় সড়কে অপরদিক থেকে আসা একটি ছোট গাড়ি এসে স্কুটারে সজরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুই সন্তান ও স্বামীসহ দীর্ঘদিন ধরে বাগডোগরাতেই থাকতেন তিনি। ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন। শোকের ছায়া নেমে এসেছে পুলিশ মহলেও।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগডোগরা থানার পুলিশ ও ট্রাফিক কর্মীরা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। অপরদিকে ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া স্কুটার ও চার চাকার গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। তবে ঘটনার পর থেকেই পলাতক গাড়ির চালক। পুলিশ ওই চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১২ বছর ধরে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশে কর্তব্যরত ছিলেন রুকমেরি। বাগডোগরা থানার ওসি পার্থসারথি দাস বলেন, দুর্ঘটনায় মহিলা পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে গাড়ি দু’টিকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। পলাতক চালকের খোঁজ শুরু হয়েছে। মৃত পুলিশকর্মী রুকমেরি লেপচা।