• নিজের গ্রামেই নিশীথকে কালো পতাকা তৃণমূলের
    বর্তমান | ০৫ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, দেওয়ানহাট: নিজের গ্রামেই বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে বিজেপি নেতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে কালো পতাকা দেখালেন তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। শুধু তাই নয়, নিশীথের গাড়ি লক্ষ্য করে পাথরও ছোড়া হয় বলে অভিযোগ। ওই ঘটনাকে ঘিরে শনিবার দুপুরে দিনহাটার ভেটাগুড়িতে উত্তেজনা ছড়ায়। দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই ফের রাজনৈতিক গণ্ডগোলে উত্তেজনা ছড়াচ্ছে ভেটাগুড়িতে।

    বৃহস্পতিবার দশমীর রাতে ভেটাগুড়িতে পুজো মণ্ডপের নিরাপত্তার দায়িত্বে থাকা তৃণমূলের দুই কর্মীকে বেধড়ক মেরে মাথা ফাটিয়ে দেয় দুষ্কৃতীরা। ওই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। এরপর শুক্রবার সকালে তৃণমূলের লোকজন অভিযুক্ত এক দুষ্কৃতীকে আটক করে মারধর করে পুলিসের হাতে তুলে দেয়। পুলিস তাকে গ্রেফতার করে। এরপর তৃণমূলের লোকজন গিয়ে পাল্টা অভিযুক্তদের চারটি বাড়িতে ভাঙচুর করে বলে অভিযোগ বিজেপির। যদিও ওই ঘটনায় তৃণমূল ও বিজেপি দুই শিবির থেকেই তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। 

    শনিবার দুপুরে ভাঙচুর হওয়া বিজেপি কর্মীদের বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন বিজেপি নেতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। তাঁর কনভয় বাড়ি থেকে বেরিয়ে ভেটাগুড়ি চৌপথিতে আসতেই নিশীথকে দেখে কালো পতাকা ও বিক্ষোভ দেখাতে শুরু করে সেখানে থাকা তৃণমূলের লোকজন। গাড়ি লক্ষ্য করে পাথরও ছোড়া হয়। এরপর আক্রান্ত তিন বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে পাশে থাকার আশ্বাস দিয়ে প্রত্যেক পরিবারকে দুই লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়।  

    নিশীথ প্রামাণিক বলেন, তৃণমূল বিজেপির কয়েকটি পরিবারের উপর আক্রমণ করেছে। বাড়ির সমস্ত জিনিসপত্র তছনছ করে লুট করা হয়েছে। আমারা এর প্রতিকার চাইছি। ভাঙচুর হওয়া প্রত্যেকটি জায়গায় আমারা যাব। আমরা নির্যাতিত পরিবারের পাশে আছি। এদিন তাঁদের হাতে দু’লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছে। 

    তৃণমূল কংগ্রেসের দিনহাটা ১ (বি) ব্লক সভাপতি অনন্ত কুমার বর্মন বলেন, পুজো মণ্ডপে নিরাপত্তার দায়িত্বে থাকা দলের দুই কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে বিজেপির গুন্ডারা। ভেটাগুড়ির শান্ত পরিবেশকে অশান্ত করার চেস্টা করছে বিজেপি। এরই প্রতিবাদে এলাকার সাধারণ মানুষ বিজেপি নেতাকে কালো পতাকা দেখিয়েছে। 

     নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)