সংবাদদাতা, বেলদা: টানা কয়েকদিনের বৃষ্টির জেরে বেলদা বাজারে বেশকিছু এলাকায় জল জমেছে। বেলদা স্টেশন সংলগ্ন রাস্তা, নন্দ মার্কেট ঢোকার রাস্তা সহ একাধিক জায়গায় জল জমে রয়েছে। সেই জমা জল পেরিয়ে যাতায়াত করতে গিয়ে সাধারণ মানুষজন সমস্যায় পড়ছেন। নিকাশি ব্যবস্থা সঠিক না থাকায় জল দ্রুত সরছে না বলে অভিযোগ স্থানীয়দের। পুজোর আগে পঞ্চায়েত ও প্রশাসনের তরফে বেলদার একাধিক নিকাশি নালা সংস্কারের কাজ হয়। কিন্তু, তারপরেও এভাবে জল জমায় ক্ষুব্ধ বাসিন্দারা।
সেই সমস্যা সরেজমিনে খতিয়ে দেখতে শনিবার পঞ্চায়েত প্রতিনিধিদের সঙ্গে নিয়ে এলাকায় যান নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অট্ট। তিনি স্থানীয় ব্যবসায়ী থেকে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। গোটা পরিস্থিতির বিষয়ে খোঁজ নেন। এরপর নিজে দাঁড়িয়ে থেকে বেলদার মূল নিকাশি নালা পরিষ্কার করানোর ব্যবস্থা করেন। সেই নালায় জমে থাকা ময়লা জেসিবি দিয়ে পরিষ্কার করানো হয়। উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রবীন্দ্রনাথ অধিকারী। তিনি বলেন, পুজোর কয়েকদিন আগেই বেলদার একাধিক ড্রেন ও এই মূল নিকাশি মহানালা পরিষ্কার করা হয়েছিল। কিন্তু, নালা ফের আবর্জনায় ভরে যায়। আমরা আবারও তা পরিষ্কার করছি। এদিন বিধায়ককে সামনে পেয়ে স্থানীয়রা অভিযোগ করেন, গভীর রাতে কয়েকজন বস্তায় করে ময়লা আবর্জনা নিয়ে এসে নিকাশি নালায় ফেলে দিয়ে যাচ্ছে। তার ফলে জল নিকাশির পথ অবরুদ্ধ হয়েছে। বিধায়ক পঞ্চায়েত প্রশাসনকে এবিষয়ে নজরদারির পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীদের সচেতন হওয়ার পরামর্শ দেন। বিধায়ক বলেন, এভাবে প্রতিনিয়ত ড্রেনে নোংরা-আবর্জনা ফেলা হলে পঞ্চায়েতের পক্ষে তা পরিষ্কার করতে সমস্যা হবে। ব্যবসায়ীদের অনুরোধ, মূল নিকাশি নালায় যাতে নোংরা-আবর্জনা না ফেলা হয় সেবিষয়ে সচেতন হন। গ্রাম পঞ্চায়েতকে অনুরোধ করব, কারা ড্রেনে ময়লা ফেলছে সেই বিষয়ে লক্ষ্য রাখুন।-নিজস্ব চিত্র