পূর্বস্থলীতে প্রতিমা বিসর্জন দেখতে গিয়ে মোটরভ্যানের ধাক্কা, মৃত শিশু
বর্তমান | ০৫ অক্টোবর ২০২৫
সংবাদদাতা, কাটোয়া: শুক্রবার বিকেলে পূর্বস্থলীতে মামারবাড়িতে এসে দুর্গাপ্রতিমা বিসর্জন দেখতে গিয়ে মোটরভ্যানের ধাক্কায় প্রাণ গেল এক শিশুর। মৃতের নাম সৌম্যজিৎ দাস (৬)। তার বাড়ি পূর্বস্থলীর সরডাঙা গ্রামে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সৌম্যজিৎ পূর্বস্থলীর ধীতপুরে মামারবাড়ি গিয়েছিল। গ্রামের ভিডিওহল পাড়ায় সে অন্য সবার মতো এবারও বিসর্জন দেখতে গিয়েছিল। প্রতিমা নিয়ে যাওয়ার জন্য মোটরভ্যান আনা হয়েছিল। মোটরভ্যানটি ব্যাক করা হচ্ছিল। কোনওভাবে সৌম্যজিৎ মোটরভ্যানের পিছনে চলে আসে। তার শরীরের উপর দিয়ে মোটরভ্যানটি চলে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন আসে। প্রথমে পরিবারের লোকজন তাকে পূর্বস্থলী-২ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। সেখান থেকে কালনা মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই ওই শিশুর মৃত্যু হয়। সৌম্যজিতের বাবা গণেশ দাস বলেন, ওই মোটরভ্যানের চালক মদ্যপ অবস্থায় ছিল। এতবড় একটা ঘটনা ঘটে গেল, পুজো কমিটির কেউই আমার ছেলেকে উদ্ধার করল না। ওদের বলা হলেও কেউই ছেলেকে হাসপাতালে নিয়ে আসেনি। ওরা নাচতে ব্যস্ত ছিল। আমার ছেলেটা শেষ হয়ে গেল।
গণেশবাবু পেশায় সবজি বিক্রেতা। তাঁর দুই ছেলে। সৌম্যজিৎ ছোটো ছেলে ছিল। সে এলাকার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু শ্রেণিতে পড়াশোনা করত। শনিবার কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। এদিন ছেলের মৃতদেহ দেখেই কান্নায় ভেঙে পড়েন তার মা ভাগ্যলিপি দাস। তিনি ছেলের মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তাঁদের অভিযোগ, পুজো কমিটির কোনও সদস্য শিশুটিকে বাঁচানোর জন্য হাসপাতালে নিয়ে গেল না কেন? পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।