• অশোকনগরে কালনার স্কুলছাত্রীর রহস্যমৃত্যুর তদন্ত চায় পরিবার
    বর্তমান | ০৫ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, কালনা: কালনা থেকে হাবড়ায় গিয়ে বন্ধুর সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়ে স্টিলা কয়াল(১৬) নামে এক স্কুলছাত্রীর রহস্যমৃত্যু হয়েছে। দশমীর ভোরে সেখানকার অশোকনগর থানা এলাকা থেকে ওই ছাত্রীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছিল। শনিবার মৃতার বাবা সঞ্জয় কয়াল অশোকনগর থানায় গিয়ে পুলিশের সঙ্গে কথা বলে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান। পথদুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি সামনে এলেও মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না-তা পুলিশ খতিয়ে দেখছে।

    পুলিস জানিয়েছে, কালনা শহরের ছোটমিত্রপাড়ার ওই ছাত্রী শহরের হিন্দু বালিকা উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ত। তার বাবা প্রাক্তন সেনাকর্মী। বর্তমানে কর্মসূত্রে রাজস্থানে থাকেন। কিছুদিন আগে স্টিলার সঙ্গে হাবড়ার বাসিন্দা সেনাকর্মী(অগ্নিবীর) দীপজ্যোতি চক্রবর্তীর আলাপ হয়। দু’জনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। সপ্তমীর দিন স্টিলা দীপজ্যোতির সঙ্গে কলকাতায় ঠাকুর দেখতে যাবে বলে জানিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল। দশমীর ভোরে অশোকনগর থানা এলাকায় রাস্তার ধারে স্টিলার ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে। রাতে পরিবারের লোকজন পুলিশের ফোন পেয়ে স্টিলার মৃত্যুর খবর জানতে পারেন। মৃতার বাবা সঞ্জয় কয়াল শুক্রবার রাতে রাজস্থান থেকে বাড়ি আসেন। শনিবার কালনা থানার সঙ্গে যোগাযোগ করে মেয়ের দেহ আনতে অশোকনগর রওনা দেন।

    সঞ্জয়বাবু বলেন, শনিবার অশোকনগর থানায় গিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেছি। আমি চাই, পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে আমার মেয়ের মৃত্যুরহস্য উদ্ঘাটন করুক।  স্টিলা কয়াল।
  • Link to this news (বর্তমান)