• ডোমকলে বোমা বিস্ফোরণে মৃতার স্বামী গ্রেফতার, বেপাত্তা সৎ ছেলে
    বর্তমান | ০৫ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, ডোমকল: ডোমকলে মজুত বোমা বিস্ফোরণে বধূর মৃত্যুর ঘটনায় তাঁর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মৃতার সৎছেলে গিয়াস মণ্ডল ঘটনার পর থেকেই বেপাত্তা। পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে। ঘটনার একদিন পেরিয়ে গেলেও এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।

    ডোমকলের এসডিপিও শুভম বাজাজ বলেন, গফুরকে হেফাজতে নিয়ে আদালতে পাঠানো হয়েছে। গিয়াসের খোঁজে তল্লাশি চলছে। এলাকায় পুলিশের টিম রয়েছে।

    শুক্রবার দুপুরে ডোমকলের কামুড়দিয়াড় ঘাটপাড়ায় গফুর মণ্ডলের বাড়িতে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে গফুরের স্ত্রী ছিদ্দাতন মণ্ডল গুরুতর জখম হন। তারপরও তাঁকে হাসপাতালে নিয়ে না গিয়ে পাশের বাড়িতে লুকিয়ে রেখে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

    ঘটনার পরই পুলিশ গফুরকে আটক করেছিল। ঘণ্টাখানেক জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়। জেরার মুখে গফুর বোমা মজুতের বিষয়টি স্বীকার করে নেয়। এরপর গফুর ও তার আগেরপক্ষের ছেলে গিয়াস মণ্ডলের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ।

    পুলিশের একটি সূত্র জানিয়েছে, ধৃত গফুর এলাকায় দুষ্কৃতীমূলক কাজকর্মে জড়িত ছিল। এলাকায় আতঙ্ক সঞ্চার ও নদীয়া জেলায় জমি বিবাদের কারণেই বাড়িতে বোমা মজুত করেছিল। এলাকার বাসিন্দাদের দাবি, গফুর ও গিয়াস দু’জনই এলাকায় দুষ্কৃতী ও স্থানীয় এক দাপুটে নেতার ঘনিষ্ঠ বলে পরিচিত। ফলে তাদের বাড়িতে বোমা ফাটার ঘটনায় স্থানীয়রা কেউই অবাক হননি।

    এলাকার এক বাসিন্দা জানান, এলাকার এক নেতার সঙ্গে ওদের ঘনিষ্ঠতা রয়েছে। ওদের দাপটে স্থানীয় কেউ মুখ খোলে না। ঘটনার পর থেকে এলাকা থমথমে। মানুষের চোখেমুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন রয়েছে। পুলিশ গিয়াসের খোঁজে নানা এলাকায় তল্লাশি চালাচ্ছে।
  • Link to this news (বর্তমান)