সংবাদদাতা, রামপুরহাট: রামপুরহাটে দুর্গাপ্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় নেশাগ্রস্ত অবস্থায় তাণ্ডব চালাল এক যুবতী। পুলিশের গাড়ির ছাদে উঠে অভব্য আচরণ ও গালিগালাজের অভিযোগ উঠেছে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। বর্তমান অবশ্য সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি। অভিযোগ, জোর করে গাড়ি থেকে নামানো হলে এক মহিলা স্বেচ্ছাসেবককে চড়, লাথি মারে ওই যুবতী। যদিও শেষরক্ষা হয়নি। পুলিশ ওই যুবতীকে গ্রেফতার করেছে।
শুক্রবার রামপুরহাট শহরের বেশ কয়েকটি পুজো কমিটির প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা বের হয়। প্রচুর মানুষের ঢল নেমেছিল রাস্তায়। রাত ৯টা নাগাদ তারস্বরে সাউন্ড সিস্টেম বাজছিল। বহু পুরুষ ও মহিলা নাচছিলেন। শহরের কামারপট্টি মোড়ের কাছে শোভাযাত্রা আসতেই তাল কাটে। হাজার হাজার মানুষের নজর কাড়ার চেষ্টা করে ওই যুবতী। অনেকেই সেই দৃশ্য মোবাইল বন্দি করেন। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যাচ্ছে, জিন্সপ্যান্ট ও কালো গেঞ্জি পরা ওই যুবতী দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়ির ছাদে চেপে অস্বাভাবিক আচরণ করছেন। পা দিয়ে গাড়ির ছাদে লাথি মারছেন। গাড়ির ছাদে বসে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে দেখা যায়। রীতিমতো তাণ্ডব করছেন ওই যুবতী। গাড়ির ছাদ থেকে নামাতে কার্যত কালঘাম ছুটে যায় পুলিসের। কোনওরকমে তাঁকে নামানো হলেও এক মহিলা স্বেচ্ছাসেবককে চড় ও লাথি মারতে থাকেন। পরে অবশ্য পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে যাওয়ার পথেও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে ওই যুবতী। পুলিশ জানিয়েছে, ওই যুবতীর বাড়ি শহরের কামরাপট্টি মোড়ে। অতিরিক্ত নেশা করায় অভব্য আচরণ করছিল। ঘটনায় লজ্জায় পড়ে গিয়েছে ওই যুবতীর পরিবার।