• কোজাগরী লক্ষ্মীপুজোয় ছোট প্রতিমার চাহিদা বেশি কৃষ্ণনগরে
    বর্তমান | ০৫ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, কৃষ্ণনগর: কাল, সোমবার কোজাগরী লক্ষ্মীপুজো। ইতিমধ্যেই কৃষ্ণনগর শহরের মৃৎশিল্পালয়গুলি থেকে ছোট বড় লক্ষ্মী প্রতিমা নির্দিষ্ট গন্তব্যে যেতে শুরু করে দিয়েছে। এবছর লক্ষ্মীপ্রতিমার ছোট মূর্তির ব্যাপক চাহিদা রয়েছে। ছোট প্রতিমা সাধারণত ঘরে কিংবা দোকানে সহজে রাখা যায়। বছরের এই সময়ে মন্দির ও প্রায় প্রতিটি বাড়িতে কোজাগরী লক্ষ্মীপুজোর চল থাকায় বাজারে ক্রেতাদের ভিড় রয়েছে।

    বেশিরভাগ মৃৎশিল্পী বলেন, বড় প্রতিমার তুলনায় ছোট প্রতিমার ক্রেতার সংখ্যা দ্বিগুণের বেশি। কম খরচ এবং কম জায়গার মধ্যে পুজো করা যায় বলে ছোট প্রতিমার চাহিদা বেশি। ক্লাব বা বারোয়ারিগুলি বড় প্রতিমা অর্ডার দিয়ে যায়। এবার ছোট লক্ষ্মীপ্রতিমার দাম ১৫০ টাকা থেকে শুরু করে ২০০০ টাকা পর্যন্ত রয়েছে। একটু বড় হলে তার দাম আরও বেশি। পুরোটাই নির্ভর করছে প্রতিমার সাজসজ্জার উপর। 

    পল্লিশ্রী থেকে লক্ষ্মী প্রতিমা কিনতে আসা এক গৃহবধূ অরিত্রা ঘোষ বলেন, আমাদের বাড়িতে প্রতিবছর এক ফুটের লক্ষ্মীপ্রতিমা পুজো করা হয়। বড় প্রতিমাও ভালো। কিন্তু, ছোট প্রতিমা ঘরের জন্য সুবিধাজনক। আমরা  প্রতিবছরই ছোট প্রতিমা কিনে পুজো করি। কারণ ঘরে বড় প্রতিমা রাখার মতো জায়গা নেই। মৃৎশিল্পী স্বরূপ ঘোষ বলেন, এবার দুর্গাপুজোর অনেক আগে থেকেই  লক্ষ্মী প্রতিমার অর্ডার এসেছিল। বড় প্রতিমার তুলনায় ছোট প্রতিমার অর্ডার বেশি। সেই জন্য আমরা ছোট প্রতিমা অনেক বেশি তৈরি করেছি। বাজারে ছোট প্রতিমা বেশি বিক্রি হচ্ছে। এর ফলে আমাদের লাভের পরিমাণ কিছুটা বেড়েছে।  -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)