পুরুলিয়ায় মহিলার অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার, ধর্ষণ করে খুনের অভিযোগ
বর্তমান | ০৫ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: শনিবার সকালে পুরুলিয়া শহরের অলঙ্গিডাঙা হেলথ সেন্টার চত্বর থেকে মহিলার অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। পুলিশ জানিয়েছে, মৃতার বয়স আনুমানিক ৩৫ বছর। তাঁর নাম পরিচয় পুলিশ জানতে পারেনি। স্থানীয় ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, ওই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। পুলিশ অবশ্য একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। জেলা পুলিশের এক আধিকারিক বলেন, ওই মহিলার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। তদন্তের স্বার্থে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।
অলঙ্গিডাঙা প্রাথমিক বিদ্যালয়ের পাশেই স্বাস্থ্যকেন্দ্রটি রয়েছে। তার পিছনে আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এদিন সকালে সেখান থেকেই ওই মহিলার অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয়দের দাবি, স্বাস্থ্যকেন্দ্রের পিছনে নেশার আসর বসে। রাতে মদ্যপদের আনাগোনা শুরু হয়। এরমধ্যে মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধারের ঘটনায় ব্যবসায়ীদের একাংশ ধর্ষণ করে খুনের আশঙ্কা করছেন। ব্যবসায়ীরা জানান, আগে কখনও ওই মহিলাকে ওই এলাকায় দেখা যায়নি। এই পরিস্থিতিতে পুলিশ ওই মহিলার পরিচয় জানতে মরিয়া চেষ্টা শুরু করেছে।
স্থানীয় এক সব্জি বিক্রেতা বলেন, এটা স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে না। আমার ধারণা তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে। স্থানীয় ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার রবিশঙ্কর দাস বলেন, মৃত মহিলা এই ওয়ার্ডের বাসিন্দা নন। আশা করছি দ্রুত মহিলার মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে। -নিজস্ব চিত্র