• যোগাসনে জাতীয়স্তরে পদক জয় নদীয়ার আয়ুষ ও নীলের, ‘খেলো ইন্ডিয়া’য় অংশগ্রহণের সুযোগ দুই কৃতীর
    বর্তমান | ০৫ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, নবদ্বীপ: যোগাসনে ফের জাতীয়স্তরে সাফল্য পেল নবদ্বীপের আয়ুষ ভৌমিক ও কৃষ্ণনগরের নীল সরকার। ষষ্ঠ জুনিয়র অ্যান্ড সিনিয়র সি ন্যাশনাল যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২৫-’২৬-এ পদক জয় করেছে তারা। এবার কেন্দ্রীয় সরকার আয়োজিত ‘খেলো ইন্ডিয়া’য় যোগাসনে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে জেলার এই দুই প্রতিযোগী।

    ২৮ সেপ্টেম্বর থেকে ১অক্টোবর পর্যন্ত অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার সিদ্ধার্থনগর আর্টস অ্যান্ড সায়েন্স কলেজে এই চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয়। যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশন অব অন্ধ্রপ্রদেশ প্রতিযোগিতার তত্ত্বাবধান করে। সেখানে অনূর্ধ্ব ১৪-১৮ জুনিয়র বিভাগে আর্টিস্টিক গ্রুপ ও পেয়ার ইভেন্টে দ্বিতীয় স্থান পেয়েছে আয়ুষ ও নীল। ট্র্যাডিশনাল হ্যান্ড ব্যালান্স ইভেন্টে আয়ুষ এককভাবে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক পেয়েছে। শুধু তাই নয়, আয়ুষ ‘অল রাউন্ড চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়ন’ হয়েছে।

    ওই প্রতিযোগিতায় ট্রাডিশনাল ইভেন্টে বাংলার পাঁচ প্রতিযোগী প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক পেয়েছে। পুরো প্রতিযোগিতায় ২৬টি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থান অধিকার করেছে। এরাজ্যের ১৬জন প্রতিযোগী অল বেঙ্গল যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশনের হয়ে চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিল। তার মধ্যে আয়ুষ ও নীল ‘খেলো ইন্ডিয়া’য় জায়গা করে নিয়েছে। আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে রাজস্থানে খেলো ইন্ডিয়া প্রতিযোগিতা হওয়ার কথা।

    নবদ্বীপের ৭নম্বর ওয়ার্ডের রানিরচড়ার বাসিন্দা আয়ুষ নবদ্বীপ হিন্দু স্কুলের নবম শ্রেণির ছাত্র। নীল সরকার কৃষ্ণনগরের কালীনগর হাইস্কুলে একাদশ শ্রেণিতে পড়ে।

    আয়ুষের বাবা ভোলানাথ ভৌমিক বলেন, আমাদের একটাই স্বপ্ন, আগামী দিনে অলিম্পিকে অংশ নিয়ে ও যেন দেশের মুখ উজ্জ্বল করতে পারে। নবদ্বীপ হিন্দু স্কুলের টিআইসি জগন্নাথ গুঁই বলেন, আয়ুষ আমাদের স্কুলে নবম শ্রেণিতে পড়ে। ওর এই সাফল্য স্কুলের কাছে গৌরবের বিষয়।

    নীলের মা ছায়া সরকার দাশগুপ্ত জানান, পাঁচবছর বয়স থেকে ছেলে যোগাসন প্রশিক্ষণ নিচ্ছে। এর আগে তিনবার ‘খেলো ইন্ডিয়া’ থেকে পদকও জিতে এসেছে। আশা করছি, যোগাসনের মাধ্যমেই ও একটা কর্মসংস্থানের পথ খুঁজে পেয়ে প্রতিষ্ঠিত হবে। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)