• ক্যান্সারে মৃত্যু ক্যানিং থানার আইসির
    বর্তমান | ০৫ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, বারুইপুর: ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হল ক্যানিং থানার আই সি সৌগত ঘোষের (৫২)। শনিবার সকালে কোন্নগরে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিগত বছর খানেক ধরে নানা রোগে ভুগছিলেন। ফেব্রুয়ারি মাসে আচমকাই আরও অসুস্থ হয়ে পড়েন। পরীক্ষা নিরীক্ষায় জানা যায়, তাঁর পাকস্থলীতে বাসা বেঁধেছে ক্যান্সার। মুম্বইয়ে গিয়েছিলেন চিকিৎসা করাতে। কেমোথেরাপিও চলছিল। কিন্তু গত দু’মাস ধরে শরীর ক্রমাগত খারাপ হতে শুরু করে। ক্যান্সারও শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছিল। এদিন কোন্নগরের শিবতলা শ্মশানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। রাজ্য পুলিশের তরফ থেকে তাঁকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন ডিজি রাজীব কুমার সহ অন্যান্য পুলিশকর্তা ও তাঁর সহকর্মীরা। তাঁর মৃত্যুতে শোকাহত ক্যানিং থানা সহ বারুইপুর পুলিশ জেলার কর্মীরা। গভীর শোকপ্রকাশ করেছেন বারুইপুর পুলিশ জেলার সুপার পলাশচন্দ্র ঢালি।  ফাইল চিত্র
  • Link to this news (বর্তমান)