নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শুক্রবার গভীর রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত হাওড়ার তিন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শুক্রবার রাত দুটো নাগাদ আন্দুলের পাঁচপাড়া নিমতলা এলাকায় একটি ই-বাইকের শোরুমে আগুন লাগে। ভষ্মীভূত হয়ে যায় প্রায় ৫০টি বাইক। দমকলের তিনটি ইঞ্জিন গিয়ে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, শোরুম বন্ধ অবস্থায় থাকলেও ভিতরে ই-বাইকগুলির ব্যাটারি চার্জে দেওয়া ছিল। সেখান থেকেই কোনওভাবে শর্ট সার্কিট হয়ে অগ্নিকাণ্ড ঘটে। অন্যদিকে, শনিবার দুপুরে ডোমজুড়ের রাজাপুর এলাকার একটি থার্মোকলের গোডাউনে আগুন লাগে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গেলেও আগেই কারখানার কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। পাশাপাশি এদিন দুপুরেই পাকুরিয়া বাসস্ট্যান্ডের কাছে একটি জঞ্জালের স্তূপে আগুন লাগে। প্লাস্টিক জাতীয় প্রচুর দাহ্যবস্তু মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকলের তিনটি ইঞ্জিন গিয়ে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।