• বাবাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত অন্তঃসত্ত্বা মেয়ে
    বর্তমান | ০৫ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বাবাকে মারের হাত থেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন অন্তঃসত্ত্বা মেয়ে। ঘটনাটি ঘটেছে শ্যামনগরের কাউগাছি-২ গ্রাম পঞ্চায়েতের পলতাপাড়া এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার একটি ক্লাব ও দোকানঘর নিয়ে বিবাদ দীর্ঘদিন ধরেই চলছে। শুক্রবারও দু’পক্ষ বিবাদে জড়ায়। তখন মোসারফ হোসেন নামে এক ব্যক্তিকে মারধর করেন স্থানীয় কয়েকজন যুবক। খবর পেয়ে মোসারফকে বাঁচাতে ছুটে যান তাঁর নয় মাসের অন্তঃসত্ত্বা মেয়ে ঊর্মিলা খাতুন। অভিযোগ, তখন তাঁর পেটে লাথি মারা হয়। অভিযোগের তির এলাকার বাসিন্দা আনোয়ার, আরমান ও তাঁদের দলবলের দিকে। ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। ওই আক্রান্ত ব্যক্তি ও তাঁর মেয়ে বাসুদেবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। 

    এ বিষয়ে অন্তঃসত্ত্বা ঊর্মিলার স্বামী অসীম খান দাবি করছেন, আক্রমণকারীরা আমাদের লাগাতার হুমকি দিচ্ছেন। বলছেন, তুলে নিয়ে যাব, গুলি করে দেব। আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। থানা কোনওরকম ব্যবস্থা নিচ্ছে না। আক্রান্ত মোসারেফ হোসেনের কথায়, আমাকে মারতে দেখেই মেয়ে বাঁচাতে এসেছিল। কিন্তু ওঁর পেটে লাথি মারলো। ডাক্তাররা বলছেন, ওঁর সন্তানের বড় ক্ষতি হয়ে যেতে পারে। ঘটনার পর থেকেই খুব অসুস্থ হয়ে পড়েছে মেয়ে। তাঁর দাবি, পঞ্চায়েত প্রধানের লোকজনই এই হামলা চালিয়েছেন।

    যদিও এ বিষয়ে কাউগাছি-২ পঞ্চায়েতের উপপ্রধান ইমতিয়াজ আলি দাবি করেছেন, এটা দুটো পরিবারের মধ্যে ঝামেলা। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কেউ যুক্ত নন। যদি কোনও অন্তঃসত্ত্বা মহিলাকে লাথি মারা হয়ে থাকে, তাহলে সেটা খুবই খারাপ হয়েছে। বাসুদেবপুর থানার পুলিশ তদন্ত করে প্রকৃত দোষীদের গ্রেপ্তার করুক। আর আমরা আক্রান্ত পরিবারের পাশে আছি। যে সমস্যার জন্য এই কাণ্ড হল, তার সমাধান করার চেষ্টাও করব।
  • Link to this news (বর্তমান)