ভদ্রেশ্বরে প্রতিমা নিরঞ্জনে গিয়ে তলিয়ে গেলেন দুই যুবক
বর্তমান | ০৫ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ভদ্রেশ্বরের শ্রীমানি ঘাটে প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেলেন দুই যুবক। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় একটি পুজো কমিটির সদস্যরা প্রতিমা নিরঞ্জন করতে এসেছিলেন। তখনই ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, ওই দু’জনের নাম অরূপ রায় ও অঙ্কুশ দাস। প্রথমে তাঁদের তলিয়ে যাওয়ার বিষয়টি বোঝা যায়নি। পরে জানাজানি হয়। তারপরেই বিপর্যয় মোকাবিলা দপ্তরের টিম তল্লাশি শুরু করে। কিন্তু দু’জনের হদিশ মেলেনি। তবে ঘটনাকে ঘিরে এলাকা শোকাচ্ছন্ন। সম্প্রতি প্রতিমা নিরঞ্জন ঘিরে গঙ্গায় তলিয়ে যাওয়ার ঘটনা এই প্রথম হুগলিতে ঘটল।