• দক্ষিণেশ্বর, হাওড়া জোড়া রুটে আজ বেশি রাতে কার্নিভাল স্পেশাল মেট্রো
    বর্তমান | ০৫ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মহানগরীর সেরা পুজোগুলিকে নিয়ে আয়োজিত কর্নিভাল এখন আমজনতার আগ্রহের কেন্দ্র হয়ে উঠেছে। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে আজ, রবিবার রেড রোডে বসছে এই মহাযজ্ঞ। দেশ-বিদেশের অতিথিদের সামনে ক্লাবগুলি নিজেদের সৃষ্টি সেখানে পেশ করবে। তারপর গঙ্গায় প্রতিমা নিরঞ্জন হবে। গভীর রাত হয়ে যায় সব অনুষ্ঠান মিটতে। তাই বেশি রাতে আমজনতার বাড়ি ফেরা নিশ্চিত করতে কলকাতা মেট্রো এদিন স্পেশাল নাইট সার্ভিস চালাবে।

    শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর এবং হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ– এই জোড়া মেট্রো রুটে এই বিশেষ পরিষেবা মিলবে। উভয় মেট্রো পথেই ২০ মিনিটের ব্যবধানে তিন জোড়া করে মেট্রো পরিষেবা পাবেন যাত্রীরা। আজ, ররিবার শহিদ ক্ষুদিরাম থেকে স্পেশাল মেট্রো ছাড়বে যথাক্রমে রাত ১০টা ৩ মিনিট, ১০টা ২৩ মিনিট ও ১০টা ৪৩ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে যাত্রী তুলে ছাড়বে যথাক্রমে রাত ৯টা ৫৩ মিনিট, ১০টা ১৩ মিনিট ও ১০টা ৩৩ মিনিটে। অন্যদিকে, সল্টলেক সেক্টর ফাইভ থেকে আজকের স্পেশাল মেট্রোর সময়সূচি হল– রাত ১০টা ২০ মিনিট, ১০টা ৪০ মিনিট ও ১১টায়। হাওড়া ময়দান থেকে মেট্রো পরিষেবা মিলবে– রাত ১০টা ২০ মিনিট, ১০টা ৪০ মিনিট ও ১১টায়।

    এদিকে, সমৃদ্ধি লাভের আশায় বাংলাজুড়ে কাল, সোমবার মা লক্ষ্মীর পুজো হবে। তাই সরকারি অফিস, কাছারি, স্কুল, কলেজ– সব বন্ধ থাকবে। প্রত্যাশিতভাবে সেদিন রাজপথে আমজনতার উপস্থিতি তুলনামূলক কম থাকবে। তাই সোমবার শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রুটে মেট্রো পরিষেবাও কমবে। অন্যান্য কাজের দিনগুলিতে সারাদিনে ২৭২টি পরিষেবা চলে নর্থ-সাউথ করিডরে। কাল একলাফে ৩৬টি মেট্রো পরিষেবা কমে যাবে।

    সব মিলিয়ে কাল ‘ব্লু লাইনে’ ২৩৬টি মেট্রো পরিষেবা পাবেন যাত্রীরা। দিনের প্রথম মেট্রো শহিদ ক্ষুদিরাম ও দক্ষিণেশ্বর থেকে যাত্রা শুরু করবে যথাক্রমে সকাল ৬টা ৫৪ মিনিট ও সকাল ৬টা ৫৫ মিনিটে। দিনের শেষ মেট্রো পরিষেবা সংশ্লিষ্ট দুই প্রান্তিক স্টেশন থেকে ছাড়বে যথাক্রমে রাত ৯টা ৩৩ মিনিট ও রাত ৯টা ২৮ মিনিটে। এই রুটে পরিষেবা কমলেও লক্ষ্মীপুজোর দিনে শহরের বাকি চার রুটে মেট্রো চলাচল স্বাভাবিক থাকবে। 
  • Link to this news (বর্তমান)