• দেশের সবচেয়ে নিরাপদ শহর কলকাতা, কেন্দ্রের রিপোর্টে টানা চতুর্থবার সেরার শিরোপা
    বর্তমান | ০৫ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২০, ২০২১, ২০২২ সালের পর এবার ২০২৩! লাগাতার চার বছর ধরে দেশের সবচেয়ে নিরাপদ শহর কলকাতাই। জানাল খোদ ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি)। সম্প্রতি ২০২৩ সালে সংঘটিত অপরাধের পরিসংখ্যান প্রকাশ করেছে এনসিআরবি। কেন্দ্রের এই রিপোর্টেই ‘নিরাপদতম শহরে’র শিরোপা পেয়েছে কলকাতা। দেশের ১৯টি ‘মেট্রোপলিটন সিটি’র মধ্যে অপরাধের হারে সর্বশেষ স্থানে ‘সিটি অব জয়’। ২০২৩ সালে এ শহরে প্রতি ১ লক্ষ জনসংখ্যার নিরিখে গুরুতর অপরাধের হার ৮৩.৯। এই তালিকায় শীর্ষে রয়েছে কোচি, দিল্লি ও সুরাত। 

    ২০২২ সালেই শেষবার দেশের অপরাধের পরিসংখ্যান প্রকাশ করেছিল এনসিআরবি। গত দু’বছরের রিপোর্ট এতদিন পর্যন্ত পেশ করতে ব্যর্থ হয়েছিল মোদি সরকার। কেন্দ্রের এই ব্যর্থতা নিয়ে সমালোচনা কম হয়নি। সব রাজ্যের থেকে আলাদা আলাদাভাবে রিপোর্ট সংগ্রহ করলেও কেন রিপোর্ট পেশ করা হচ্ছে না? এই প্রশ্নে সরগরম হয়ে ওঠে বিরোধী রাজনীতিও। শেষমেশ ২০২৫ সালের অক্টোবরে এসে ২০২৩ সালের রিপোর্ট প্রকাশ করেছে এনসিআরবি। সেই রিপোর্ট অনুযায়ী, কলকাতায় আইপিসি (বর্তমানে বিএনএস) অপরাধের হার ৭৭.৫। বিশেষ ও সামাজিক আইনের (স্পেশাল ও সোশ্যাল ল) ক্ষেত্রে অপরাধের হার ৬.৪। কগনিজেবল বা আদালতগ্রাহ্য অপরাধের হার প্রতি লক্ষে ৮৩.৯। অর্থাৎ, কলকাতার প্রতি এক লক্ষ মানুষ পিছু প্রায় ৮৪ জন আদালতগ্রাহ্য অপরাধের শিকার, যা দেশের সবকটি মেট্রোপলিটন শহরের মধ্যে সবচেয়ে কম। 

    এনসিআরবির রিপোর্ট বলছে, ২০২১ ও ২০২২ সালের তুলনায় শহরে কমেছে অপরাধের সংখ্যাও। ২০২১ সালে কলকাতায় মোট অপরাধের সংখ্যা ছিল ১৪ হাজার ৫৯১টি। অপরাধের হার ছিল ১০৩.৫। পরের বছর অপরাধের সংখ্যা কমে হয় ১২ হাজার ২১৩। হার আরও নেমে যায়, ৮৬.৫।  সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালে আরও কমে হয়েছে ১১ হাজার ৮৪৩। মহিলাদের নিরাপত্তার ক্ষেত্রে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে তিলোত্তমা। প্রতি ১ লক্ষ মহিলার মধ্যে ২৫.৭ জন অপরাধের শিকার। 

    কলকাতা পুলিশের দাবি, ২০২৩ সালে শহরে খুন হয়েছে ৪৩টি। প্রত্যেকটি ক্ষেত্রেই চার্জশিট জমা পড়েছে। চার্জশিট জমা দেওয়ার ক্ষেত্রেও দেশের মধ্যে সর্বোত্তম পুলিশ বাহিনীর মধ্যে দ্বিতীয় স্থানে লালবাজার। নিরাপদতম শহরের তকমা পাওয়ার পরই উচ্ছ্বসিত কলকাতা পুলিশ। খুশি শাসকদল তৃণমূল কংগ্রেসও। দলের তরফে এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘বাংলার গর্ব কলকাতা দেশের নিরাপদতম শহর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘জিরো টলারেন্স’ নীতিই দেশের মধ্যে শহরকে সবচেয়ে নিরাপদ করে তুলেছে। মুখ্যমন্ত্রী বিশ্বাস করেন মানুষকে নিরাপত্তা দেওয়াই সবচেয়ে বড় পরিষেবা।’

    দেশে অপরাধের নিরিখে শীর্ষ স্থানে রয়েছে কেরালার কোচি শহর। দ্বিতীয় স্থানে দিল্লি। রাজধানীতে অপরাধের হার ২১০৫.৩। তৃতীয় স্থানে বিজেপি শাসিত গুজরাতের সুরাত। সেখানে অপরাধের হার ১৩৭৭.১। 
  • Link to this news (বর্তমান)