নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘শরৎ আকাশের নীল গগনে, মা এসেছে দুর্গা অঙ্গনে!’ কথা ও সুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। গায়িকা শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। আর এই গানেই আজ, রবিবার রেড রোডে পায়ের ছন্দ মেলাবেন শিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর সহযোগীরা। কলকাতার বুকে রচিত হবে দুর্গাপুজোর কার্নিভালের ১০ বছরের ইতিহাস। প্রায় শ’খানেক আয়োজকের দুর্গা প্রতিমা প্রদর্শিত হবে কার্নিভালে। এ যেন পুজো শেষেও উৎসবের আমেজ।
সালটা ছিল ২০১৬। সেবারই প্রথম মমতা সরকারের উদ্যোগে শুরু হয়েছিল দুর্গা প্রতিমা নিয়ে বিশেষ শোভাযাত্রা, যার আনুষ্ঠানিকভাবে নাম ‘দুর্গা কার্নিভাল’। সারি বেঁধে দুর্গা প্রতিমা রেড রোডের বুক চিরে নিরঞ্জনের পথে এগিয়ে চলবে, ঢাক বাজবে, ধুনুচি জ্বলবে, বাহারি আলোর ছটা, পুজো উদ্যোক্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, গান ও নৃত্যের সমারোহ— যাবতীয় বিষয় সামনে আসার পরই সমালোচকরা ভুরু কুঁচকে নবান্নের দিকে আঙুল তুলেছিলেন। ১০ বছর পর সেই কার্নিভাল এখন শুধু এ রাজ্যেই নয়, গোটা বিশ্বের পর্যটকদের কাছে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। বিশ্ব দরবারে কার্নিভালের ডায়েরিতে ঠাঁই করে নিয়েছে।
এবারই সবচেয়ে বেশি সংখ্যক পুজো কমিটির অংশগ্রহণে নয়া ইতিহাস গড়তে চলেছে ‘দুর্গা কার্নিভাল’। দক্ষিণের সুরুচি সংঘ, চেতলা অগ্রণী যেমন রয়েছে, তেমনই রয়েছে উত্তরের হাতিবাগান সর্বজনীন থেকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। কলকাতা শহরের সেরা পুজো কমিটিগুলি আজ নিজেদের দুর্গা প্রতিমা নিয়ে রেড রোডে নামবে। বিকেল সাড়ে চারটে থেকে অনুষ্ঠান শুরু। চলবে ৪ ঘণ্টার বেশি সময় ধরে।
মহানগরীর ফাইনাল পর্বের আগে শনিবার উৎসাহ-উদ্দীপনা আর সাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে শেষ হয়েছে জেলার কার্নিভাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘দেবী দুর্গার নিরঞ্জন উপলক্ষ্যে আমাদের সরকারের উদ্যোগে জেলার পথে পথে হল কার্নিভাল- বিসর্জনের বিশেষ শোভাযাত্রা, যা উৎসবের শেষ মুহূর্তকে করে তুলেছে আরও জাঁকজমকপূর্ণ ও আবেগঘন।’
আজ রেড রোডে পুলিশের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কুইনস ওয়ে থেকে প্রবেশ করবে একের পর এক ট্যাবলো। কার্নিভালে শামিল হয়ে সেগুলি একে একে এগিয়ে যাবে বাজে কদমতলা ঘাটের দিকে। সেখানেই প্রতিমার নিরঞ্জন সম্পন্ন হবে। কুইনস ওয়ে থেকে ঘাট পর্যন্ত রাস্তায় থাকছে পৃথক পুলিশ বাহিনী। লালবাজার সূত্রে খবর, গোটা এলাকাটিকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। দু’জন অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার অফিসার সার্বিকভাবে গোটা বিষয়টি তদারকি করবেন। তাঁদের সাহায্য করবেন যুগ্ম কমিশনার ও ডেপুটি কমিশনাররা। কলকাতা পুলিশ জানিয়েছে, রেড রোড ও তার আশপাশের চত্বরে প্রায় দু’হাজার পুলিশ মোতায়েন করা হচ্ছে। বাজে কদমতলা ঘাটেও থাকছে কড়া নিরাপত্তা। কার্নিভালের জেরে দুপুর থেকে রেড রোড, খিদিরপুর রোড, লাভার্স লেন, কুইনস ওয়ে, পলাশি গেট রোড, হসপিটাল রোড যান চলাচলের জন্য বন্ধ থাকবে।