• চড়া দামেও লক্ষ্মী প্রতিমা কেনার উৎসাহ শহরজুড়ে
    বর্তমান | ০৫ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছোটোখাটো লক্ষ্মীপ্রতিমা কোলে নিয়ে হাত ধরে মা চলেছেন বাড়ির পথে। একটু বড় সাইজের প্রতিমা অবশ্য নিয়ে যাওয়া হচ্ছে ভ্যানরিকশয়। কোজাগরী লক্ষ্মীপুজো যে এসেই গেল! তাই ছোট, মাঝারি, বড়—নানা সাইজের লক্ষ্মী ঠাকুরের মূর্তি বিক্রি শুরু হয়েছে শহরের সর্বত্র। বড় প্রতিমা কিনতে এসে অনেকে ছোট সাইজের ঠাকুর কিনেই বাড়ি ফিরতে বাধ্য হচ্ছেন। তার কারণও একাধিক। যেমন, যাদবপুরের বাসিন্দা সঙ্গীতা পাল বলছিলেন, ‘ছোট ঠাকুরগুলোর মুখখানি খুব সুন্দর। চোখ ফেরানো যাচ্ছে না। তাই এটাই নিয়ে নিলাম।’ চড়া দাম শুনে বাধ্য হয়ে ছোট সাইজের প্রতিমা কিনছেন অনেকে। সাবেকি সাজের প্রতিমার পাশাপাশি এবার নজর কেড়েছে ডাকের সাজের আদলে মাটিরই বিভিন্ন অলঙ্কারে সজ্জিত লক্ষ্মীপ্রতিমা। পছন্দসই প্রতিমা কিনতে গিয়ে মধ্যবিত্ত গেরস্থের পকেটে বেশ চাপ পড়ছে। কারণ, গত বছরের তুলনায় প্রতিমার দাম বেড়েছে অনেকটাই। ব্যবসায়ীরা অবশ্য বলছেন, ‘সব কিছুর দাম বড়ছে। প্রতিমার দাম বাড়বে না?’ দক্ষিণ কলকাতার গড়িয়া, যাদবপুর, লেক মার্কেট, ভবানীপুরে লক্ষ্মীপুজোর বাজার শনিবার থেকেই জমজমাট। পিছিয়ে নেই উত্তর কলকাতাও। শ্যামবাজার, কুমোরটুলি, বাগবাজারেও বাজার বসেছে। শনিবার দুপুরের দিকে লেক মার্কেটে লক্ষ্মী ঠাকুর কিনতে এসেছিলেন কুন্তল মুখোপাধ্যায়। সঙ্গে ছিল তাঁর ছোট্ট নাতনি। একসঙ্গে এতগুলি লক্ষ্মীঠাকুর দেখে নাতনির মনে হয়েছে, একটা ঠাকুরে হবে না! তাই তার আবদার, ‘দাদু একটাতে পুজো হবে। আর আর একটা ছোট্ট ঠাকুর রেখে দেব।’ কিন্তু সে আবদার তো আর মেনে নেওয়া যায় না। কারণ, দামও বেড়েছে। যাদবপুরের এক প্রতিমা বিক্রেতা বলছিলেন, ‘একদম ছোটোগুলো ১৫০ টাকা থেকে শুরু। তারপর ২০০, ৩৫০ টাকার রয়েছে। বড় নিতে গেলে ৭০০ টাকা পড়ে যাবে।’ দক্ষিণ কলকাতায় মূলত বারাসত-অশোকনগর এলাকা থেকে প্রতিমাগুলি এসেছে বলে খবর। ‘এই ঠাকুরগুলো খুবই সুন্দর। কিন্তু দাম বলছে ৬৫০ টাকা। খুব একটা বড় নয়, তবে দেখতে খুব সুন্দর।’ এই স্বগতোক্তি করেই এক ক্রেতা প্রতিমার দরদাম করতে শুরু করলেন। গড়িয়ার একচি দোকালে এক ক্রেতা যেমন বললেন, ‘আসলে সবে পুজো গিয়েছে। খরচাপাতি তো অনেকটাই হয়েছে।’ তবে দাম যতই হোক, লক্ষ্মীপুজো তো করতেই হবে। শহরজুড়ে পথেঘাটে নজরে পড়ছে তারই তোড়জোড়।  -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)