• কাশির ওষুধে একাধিক শিশুর মৃত্যু নিয়ে কেন্দ্রের কড়া পদক্ষেপ, একাধিক নির্দেশিকা জারি করল স্বাস্থ্য মন্ত্রক
    আজকাল | ০৫ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: শিশুদের চিকিৎসায় নিরাপত্তা ও সঠিক ওষুধ ব্যবহারের উপর জোর দিয়ে নতুন পরামর্শ জারি করেছে স্বাস্থ্য মন্ত্রক। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, শিশুদের ক্ষেত্রে কাশি ও সর্দির ওষুধ অযথা ব্যবহার না করার জন্য চিকিৎসক ও অভিভাবক উভয়কেই সতর্ক হতে হবে। 

    উল্লেখযোগ্য বিষয়, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে ১১ জন শিশুর কাশির সিরাপ খাওয়ার কারণে মৃত্যুর অভিযোগ উঠেছে। গোটা বিষয়টি নিয়ে তোলপাড় দেশ। এর পরেই স্বাস্থ্য মন্ত্রক নড়েচড়ে বসে এবং জারি করা হয় নির্দেশিকা। 

    কী বলা হয়েছে নির্দেশিকায়

    দেশে কাশির সিরাপ নিয়ে শিশুদের মৃত্যু ও কেন্দ্র সরকারের নোটিশ জারি নিয়ে চিকিৎসকরা বলছেন, অধিকাংশ তীব্র কাশির সমস্যা স্বাভাবিকভাবেই সেরে যায়। তাই প্রথমেই গুরুত্ব দিতে হবে পর্যাপ্ত জল খাওয়ানো, বিশ্রাম, ঘরোয়া সহায়ক পরিচর্যা

    ওষুধের মান নিয়ন্ত্রণে জোর

    নির্দেশিকায় আরও বলা হয়েছে, সরকারি ও বেসরকারি সব স্বাস্থ্যকেন্দ্রকে নিশ্চিত করতে হবে যে, কাশির ওষুধ সংগ্রহ ও বিতরণের সময় শুধুমাত্র সেই ওষুধই ব্যবহার হবে যেগুলি সুপ্রস্তুত উৎপাদন প্রক্রিয়া (Good Manufacturing Practices) মেনে তৈরি এবং ফার্মাসিউটিক্যাল গ্রেড উপাদান দ্বারা প্রস্তুত।

    সচেতনতা ছড়ানোর নির্দেশ

    রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে যে, তারা জেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ, সরকারি হাসপাতাল, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র (PHC), গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র (CHC) এবং মেডিকেল কলেজের মাধ্যমে এই পরামর্শ প্রচার করবে।

    চিকিৎসা বিশেষজ্ঞরা মতে, অভিভাবক ও চিকিৎসকদের মধ্যে যদি সচেতনতা বাড়ানো যায়, তবে শিশুদের অপ্রয়োজনীয় ওষুধ সেবন রোধ করা সম্ভব হবে এবং শিশুস্বাস্থ্য আরও সুরক্ষিত থাকবে।

    প্রসঙ্গত, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে বেশ কিছু শিশুর রহস্যমৃত্যুর ঘটনায় নাম জড়িয়েছে ‘কোল্ডরিফ’ নামক একটি কাশির সিরাপের। যদিও এখনও পর্যন্ত কাশির সিরাপের সঙ্গে শিশুমৃত্যুর সম্পর্ক মেনে নিতে নারাজ বিজেপিশাসিত দুই রাজ্যের মন্ত্রীরা। আতঙ্কের আবহে তড়িঘড়ি পদক্ষেপ করে শুক্রবার তামিলনাড়ু সরকার রাজ্যে ওই সিরাপের বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে। বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা এই সিরাপ নিয়ে বিভিন্ন রাজ্যে তদন্ত শুরু হলেও মধ্যপ্রদেশ সরকার অবশ্য শিশু মৃত্যুর ঘটনায় সিরাপের যোগ মানতে নারাজ।

    শনিবার নিজের অবস্থান থেকে সরে এসেছে মধ্যপ্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী মোহন যাদব গোটা ঘটনাটিকে ‘অত্যন্ত দুঃখজনক’ হিসেবে বর্ণনা করেছেন এবং কোল্ডরিফ সিরাপ-সহ একই সংস্থারর অন্যান্য পণ্য গোটা রাজ্যে নিষিদ্ধ ঘোষণা করেছেন। তিনি জনগণকে আশ্বাস দিয়েছেন যে, ‘দোষীদের ছাড় দেওয়া হবে না’ এবং উল্লেখ করেছেন, ঘটনার তদন্তে স্থানীয় ও রাজ্যস্তরের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

    রাজস্থান সরকার জানিয়েছে, ঘটনার তদন্তে ইতিমধ্যেই একটি কমিটি গঠন করা হয়েছে। কোনও মতেই দোষীদের ছাড়া হবে না বলেও দাবি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
  • Link to this news (আজকাল)