উত্তরে সরছে নিম্নচাপ, তুমুল দুর্যোগ দার্জিলিং, আলিপুরদুয়ারে! দক্ষিণবঙ্গে কী পূর্বাভাস
আনন্দবাজার | ০৫ অক্টোবর ২০২৫
পুজো মিটতেই বৃষ্টির সম্ভাবনা কমেছে দক্ষিণবঙ্গে। পরিবর্তে উত্তরে প্রবল দুর্যোগের পূর্বাভাস দেওয়া হয়েছে। বিহারের উপর একটি নিম্নচাপ রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তা ক্রমে উত্তর দিকে সরছে। এর প্রভাবেই উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। লাল সতর্কতা জারি করা হয়েছে কিছু এলাকায়।
হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম ঝাড়খণ্ড, দক্ষিণ বিহার, দক্ষিণ-পূর্ব উত্তরপ্রদেশ এবং উত্তর ছত্তীসগঢ়ের উপর একটি সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে। এর সঙ্গে যে ঘূর্ণাবর্তটি রয়েছে, তা সমুদ্রতল থেকে ৫.৮ কিলোমিটার উঁচুতে। এটি ক্রমে আরও উত্তর-উত্তর পূর্বে এগোবে এবং শক্তি হারাবে।
নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গে প্রবল দুর্যোগের সম্ভাবনা। রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহারে। অতি প্রবল বর্ষণের আশঙ্কায় আলিপুরদুয়ারে জারি করা হয়েছে লাল সতর্কতা। এ ছাড়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুরের কোনও কোনও অংশে। আলিপুরদুয়ারে সোমবারও ভারী বৃষ্টি হতে পারে।
বৃষ্টির কারণে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে ধস নামতে পারে। নদীগুলির জলস্তর বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। আগে থেকে তা নিয়ে সতর্ক হতে বলেছে আলিপুর।
দক্ষিণবঙ্গেও ঝড়বৃষ্টি হবে। রবিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি-সহ দক্ষিণের প্রায় সব জেলাতেই। মুর্শিদাবাদ ও নদিয়ায় কেবল রবিবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই দুই জেলায় বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। এ ছা়ড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সর্বত্র আপাতত রয়েছে হলুদ সতর্কতা।
পশ্চিমবঙ্গের উপকূল লাগোয়া উত্তর বঙ্গোপসাগরে এখনও সমুদ্র উত্তাল রয়েছে। ঝোড়ো হাওয়া বইছে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে। মৎস্যজীবীর রবিবার পর্যন্ত সতর্ক থাকতে বলা হয়েছে।
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৬ ডিগ্রি কম। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৬ ডিগ্রি কম।