• পুজোর ভিড় টানার লড়াইয়ে কালীঘাট পিছনে ফেলল উত্তরকে
    আনন্দবাজার | ০৫ অক্টোবর ২০২৫
  • পুজোর ভিড় মূলত কলকাতা মেট্রোর কালীঘাট থেকে শোভাবাজার অংশের মধ্যে ঘোরাফেরা করবে, সে আভাস আগেই মিলেছিল। এ বার মেট্রোর পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ভিড় টানার লড়াইয়ে পুজোর দিনগুলিতে কলকাতার অন্য সব মেট্রো স্টেশনকে পিছনে ফেলেছে কালীঘাট। পুজোর ছ’দিনে প্রায় চার লক্ষ ৬ হাজার যাত্রী ওই স্টেশন থেকে টিকিট পাঞ্চ করে সফর করেছেন। যাত্রিসংখ্যার নিরিখে তার পরেই রয়েছে উত্তরের দমদম মেট্রো স্টেশন। সেখানে থেকে সফর করেছেন ৩ লক্ষ ৯৫ হাজার জন যাত্রী। ভিড় টানার ক্ষেত্রে মেট্রো স্টেশনগুলির মধ্যে তৃতীয় স্থানে রয়েছে শোভাবাজার-সুতানুটি। ওই স্টেশনের যাত্রিসংখ্যা ছিল ২ লক্ষ ৮৮ হাজার।

    উত্তর এবং দক্ষিণের লড়াইয়ে কালীঘাট ভিড় টানার প্রশ্নে কয়েক যোজন এগিয়ে থাকলেও কলকাতা মেট্রোর গ্রিন লাইন, ইস্ট-ওয়েস্ট মেট্রোয় হাওড়া এবং শিয়ালদহ স্টেশনের মধ্যে কান ঘেঁষে যাত্রী টানার লড়াই চলেছে।শিয়ালদহ মেট্রো স্টেশন ওই সময়ের মধ্যে যেখানে ২.৬৮ লক্ষ যাত্রী টেনেছে, সেখানে একই মেট্রোর হাওড়া স্টেশন থেকে ২.৬৫ লক্ষ যাত্রী সফর করেছেন।

    ব্লু লাইনে যাত্রিসংখ্যার নিরিখে প্রথম তিন স্টেশনের পরে এসপ্লানেড থেকে ২.৫৭ লক্ষ, রবীন্দ্র সরোবর থেকে ১.৮৫ লক্ষ, দক্ষিণেশ্বর থেকে ১.৮১ লক্ষ, শ্যামবাজার থেকে ১.৭৪ লক্ষ এবং বেলগাছিয়া থেকে ১.৬৫ লক্ষ যাত্রী সফর করেছেন।

    মেট্রোর কাছ থেকে পাওয়া অন্য পরিসংখ্যানে দেখা যাচ্ছে, পুজোর মাস সেপ্টেম্বরে কলকাতা মেট্রোর বিভিন্ন লাইন মিলে প্রায় ২ কোটি ২৫ লক্ষ যাত্রী টিকিট কেটেছেন। গত বছরে ওই সংখ্যা ছিল ১ কোটি ৯৮ লক্ষের কাছাকাছি। একই ভাবে গত অগস্ট মাসে মেট্রোয় যেখানে ১ কোটি ৮৯ লক্ষ যাত্রী সফর করেছেন, সেখানে সেপ্টেম্বরে একাধিক মেট্রো লাইন চালু থাকার সুবিধা নিয়ে একলাফে যাত্রী বেড়েছে প্রায় ৩৬ লক্ষ।

    পুজোয় সব লাইন মিলিয়ে পঞ্চমী থেকে বিজয়া দশমীর মধ্যে ৪৬ লক্ষ ৫৬ হাজার যাত্রী সফর করেছেন মেট্রোয়। এর মধ্যে পঞ্চমীর দিন সেই সংখ্যা ছিল সবচেয়ে বেশি। ওই দিন ৯.৮২ লক্ষ যাত্রী সফর করেন। যা এত কালের মধ্যে কলকাতা মেট্রোয় এক দিনে সর্বাধিক বলে জানাচ্ছেন আধিকারিকেরা। গত বছর পুজোর ছয় দিনে ৪১ লক্ষ ১৫ হাজার যাত্রী সফর করেছিলেন। এ বার সে জায়গায় শুধুমাত্র পুজোর দিনগুলিতেই যাত্রীদের সংখ্যা ৫ লক্ষ ৪১ হাজারের কাছাকাছি বৃদ্ধি পেয়েছে।

    পুজোর ভিড় সামলাতে চলতি বছরে ৯৪টি হাতে নিয়ে ঘোরা যায়, এমন মাইক্রোফোন ছাড়াও ২৮টি ভ্রাম্যমাণ টিকিট কাটার পি ও এস মেশিন ব্যবহার করেছেন মেট্রো কর্তৃপক্ষ।পুজোর দিনগুলিতে ১৮৪৯৮টি নতুন স্মার্ট কার্ড বিক্রি করা ছাড়াও ১ লক্ষ ৫৯ হাজার কার্ডের মেয়াদ নতুন নিয়মে ১০ বছর পর্যন্ত বাড়িয়েছেন মেট্রো কর্তৃপক্ষ।
  • Link to this news (আনন্দবাজার)