• ফেলে দেওয়া ফুল থেকে ধূপকাঠি তৈরির পথে উত্তর দমদম পুরসভা
    আনন্দবাজার | ০৫ অক্টোবর ২০২৫
  • আবিরের পরে এ বার ধূপকাঠি। প্রতিদিনের ফেলে দেওয়া পুজোর ফুল এবং পরিত্যক্ত সামগ্রী থেকে ধূপকাঠি তৈরি করার কাজ শুরু করেছে উত্তর দমদম পুরসভা। পাশাপাশি, সেই ধূপ বাজারে বিক্রি করার পরিকল্পনাও করেছেন পুর প্রশাসন। পুর কর্তাদের একাংশ জানাচ্ছেন, স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের মাধ্যমে ধূপ তৈরি ও তা বিক্রি করার কাজ চলছে। এই প্রচেষ্টা সফল হলে অতিরিক্ত আয়ের পথ খুলে যাবে।

    পুরসভা সূত্রের খবর, এর আগে গাঁদা ফুলের পাপড়ি থেকে আবির তৈরি করা হয়েছিল। যা এখন বাজারে বিক্রি করা হয়। পাশাপাশি, ফুলের সবুজ অংশ থেকে তৈরি করা হয়েছিল তরল এবং কঠিন জৈব সার। কিন্তু ফেলে দেওয়া আকন্দ, ধুতুরা, জবা, রজনীগন্ধা কোনও কাজে লাগছিল না। অবশেষে ওই সব ফুল থেকে ধূপকাঠি তৈরির কাজ শুরু হয়েছে। এ ব্যাপারে ইতিমধ্যেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের।

    স্থানীয়দের একাংশের মতে, সমাজে আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা অংশের উত্তরণের ক্ষেত্রে এই ধরনের প্রচেষ্টা প্রয়োজন। তবে, উৎপাদিত সামগ্রী বাজারে না এলে এর ভবিষ্যৎ নেই। তাই সে বিষয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার দরকার। উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাস জানান, আগে ফুল, পাতা ফেলে দেওয়া হত। পুরসভা সেই বর্জ্য আলাদা ভাবে সংগ্রহ করে আবির, জৈব সার তৈরি করেছে। ধূপকাঠি তৈরি ও বিক্রি সেই পরিকল্পনার আর একটি ধাপ।
  • Link to this news (আনন্দবাজার)