• সময়ের আগেই শক্তি বদল 'শক্তি'র! ঘূর্ণিঝড় নিয়ে প্রবল আতঙ্কের মাঝেই বড় আপডেট হাওয়া অফিসের, কী হতে চলেছে মহারাষ্ট্রে?
    আজকাল | ০৫ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ঘূর্ণিঝড় শক্তি-তে কাবু হবে চরাচর! প্রবল বর্ষণ, ঝড়-জল-সতর্কতা। হাওয়া অফিসের আপডেটে কালীপুজোর আগেই প্রবল দুর্যোগের আশঙ্কায় কাঁপছিল মহারাষ্ট্র। তবে রবিবার জানা গেল, হাওয়া অফিস জানাচ্ছে, ৭ অক্টোবর পর্যন্ত তাণ্ডব চললেও, ছয় অক্টোবর থেকে অর্থাৎ সোমবার থেকে শক্তির শক্তি হারানোর সম্ভাবনা। 

    বর্ষার মরসুমের পর প্রথম ঘূর্ণিঝড়, ঘূর্ণিঝড় শক্তি। এর প্রভাবে শনিবার থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বাতাস বইতে শুরু করেছে একাধিক স্থানে। আরব সাগরে ঘনীভূত ঘূর্ণিঝড় 'শক্তি'-র জেরে মহারাষ্ট্রে শনিবার জারি হয় সতর্কতা। আবহাওয়া দপ্তর (IMD) চার অক্টোবর জানিয়েছিল, আগামী কয়েকদিনে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল হবে সমুদ্র। পাশাপাশি, রাজ্যজুড়ে প্রবল বৃষ্টি, দমকা হাওয়ার মতো পরিস্থিতি দেখা দিতে পারে। ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা দপ্তরকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু হয়। মুম্বই, থানে, পালঘর, রায়গড়, রত্নাগিরি ও সিন্ধুদুর্গ জেলায় ৭ অক্টোবর পর্যন্ত লাল এবং কমলা সতর্কতা জারি করা হয়।

    তবে, রবিবার সকালে জানা গেল, ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) পূর্বাভাস দিয়েছে যে, ঘূর্ণিঝড় শক্তি সোমবার সকাল থেকে ধীরে ধীরে দুর্বল হয়ে পূর্ব দিকে অগ্রসর হবে। রবিবার পর্যন্ত, ঘূর্ণিঝড়টি পশ্চিম-দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে এবং সন্ধে নাগাদ উত্তর-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য আরব সাগরে পৌঁছবে। এই প্রসঙ্গে উল্লেখ্য, ঘূর্ণিঝড়ের সময় মুম্বই-সহ মহারাষ্ট্রের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হলেও, ঘূর্ণিঝড় শক্তির প্রেক্ষিতে রবিবার আইএমডি মুম্বই এবং আশেপাশের অঞ্চলের জন্য দুর্যোগের আতঙ্ক কমার পূর্বাভাস দিয়েছে। 

    হাওয়া অফিস জানাচ্ছে,আগামী কয়েকদিনে শহরে ভারী, এমনকী মাঝারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা নেই। যদিও শনিবার জারি করা পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে, আইএমডি জানিয়েছিল যে ৮ অক্টোবর পর্যন্ত মুম্বইতে কেবল হালকা, বিক্ষিপ্ত বৃষ্টিপাত বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৩-৫ অক্টোবরের মধ্যে, উত্তর মহারাষ্ট্র উপকূলে ৪৫-৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা এবং ৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া বইতে পারে।

    ঘূর্ণিঝড়ের তীব্রতার উপর নির্ভর করে বাতাসের গতি বাড়তে পারে। মহারাষ্ট্রের অভ্যন্তরীণ অংশে, বিশেষ করে মারাঠওয়াড়া এবং পূর্ব বিদর্ভের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর কোঙ্কণের নিম্নাঞ্চলে বন্যার সম্ভাবনাও রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে, রবিবার পর্যন্ত গুজরাট-উত্তর মহারাষ্ট্র উপকূল এবং পাকিস্তান উপকূলে সমুদ্রের পরিস্থিতি উত্তাল থেকে অতি উত্তাল থাকার সম্ভাবনা রয়েছছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী রবিবার পর্যন্ত গুজরাট–উত্তর মহারাষ্ট্র উপকূল ও পাকিস্তান উপকূলে সমুদ্র পরিস্থিতি অত্যন্ত উত্তাল থাকবে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। 

     
  • Link to this news (আজকাল)