নীল রঙের ড্রামে ভাসছে ৪ মাসের শিশুর দেহ, বাবার কীর্তি ফাঁস হতেই আঁতকে উঠল পুলিশ
আজকাল | ০৫ অক্টোবর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আবারও নীল ড্রাম থেকে উদ্ধার এক নিথর দেহ। তবে এবার মিলল চার মাসের এক শিশুর নিথর দেহ। নীল ড্রামের মধ্যে শ্বাসরোধ করে তাকে খুন করেছে তার বাবা। এরপর আত্মঘাতীও হন তিনি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে। শনিবার পুলিশ জানিয়েছে, জল ভর্তি একটি নীল রঙের ড্রাম থেকে চার মাসের শিশুর নিথর দেহ উদ্ধার করা হয়েছে। সেই নীল ড্রামে শিশুটিকে চুবিয়ে, শ্বাসরোধ করে খুন করে তার বাবা। এরপর আত্মঘাতী হয় ওই যুবক।
পুলিশ আরও জানিয়েছে, ঘটনাটি ঘটেছে ভিড় জেলার জিওরাই তালুকের তালওয়াড়া গ্রামে। অমল নামের এক যুবক নিজের চার মাসের ছেলেকে নীল ড্রামের মধ্যে জলে ডুবিয়ে খুন করেন। এরপর বাড়িতেই আত্মঘাতী হন। অতীতেও একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন অমল। সেই সময় প্রতিবেশীরাই তাঁকে বাঁচিয়েছিলেন।
গত সপ্তাহেও স্বামী ও স্ত্রীর মধ্যে তুমুল বচসা হয়েছিল। যার জেরে স্বামী ও স্ত্রী একসঙ্গে আত্মহত্যার চেষ্টা করেন।পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা তড়িঘড়ি করে তাঁদের হাসপাতালে নিয়ে যান। বৃহস্পতিবার সেই হাসপাতাল থেকে তাঁরা ছাড়া পেয়ে বাড়ি ফিরে আসেন। এরপরই ভয়াবহ ঘটনাটি ঘটেছে।
প্রথমে চার মাসের শিশুটি নীল ড্রামের জলে ডুবিয়ে খুন করে। এরপর আত্মঘাতী হয় অমল। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ এই ঘটনায় মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে।
প্রসঙ্গত, চলতি সপ্তাহেই নীল ড্রামের মধ্যে থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনা আরও এক রাজ্যে ঘটেছে। নীল ড্রাম থেকে উদ্ধার আরও এক দেহ। তবে এবার মিলল এক মহিলার পচাগলা মৃতদেহ। তাও আবার হাত-পা বাঁধা অবস্থায়। যে ঘটনায় শিউরে আবারও শিউরে উঠেছেন স্থানীয়রা। চলতি বছরে নীল ড্রাম থেকেই উদ্ধার হয়েছে একাধিক মৃতদেহ। যে হত্যাকাণ্ড সাড়া ফেলেছিল দেশজুড়ে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এবার ঘটনাস্থল মধ্যপ্রদেশ। পুলিশ সূত্রে জানা গেছে, মহিলার পরনে ছিল গরবা নাচের পোশাক। দেওয়াস জেলায় নীল ড্রামের মধ্যে থেকে মহিলার পচাগলা দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তের পর জানা গেছে, জল ভর্তি ওই নীল ড্রামে চুবিয়ে, শ্বাসরোধ করে মহিলাকে খুন করা হয়েছিল। এক যুবকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। যে সম্পর্ক ঘিরে আপত্তি ছিল এক বন্ধুর। সেই বন্ধুই মহিলাকে খুন করে।
পুলিশ আরও জানিয়েছে, ২২ বছরের মৃত তরুণীর নাম, লক্ষ্মীতা চৌধুরী। বৈশালী অ্যাভিনিউ কলোনির বাসিন্দা মনোজ থানায় পৌঁছে জানায়, তরুণীকে নীল ড্রামের মধ্যে ঢুকিয়ে শ্বাসরোধ করে সে খুন করেছে। টানা তিনদিন তরুণী নিখোঁজ ছিলেন। পরিবার জানিয়েছে, সোমবার কলেজের উদ্দেশে বেরিয়েছিলেন তিনি। তারপর থেকে আর খোঁজ মেলেনি। এরপর নিখোঁজ ডায়েরি করা হয় থানায়।
দিন কয়েক পরেই মনোজের বাড়ি থেকে পচা দুর্গন্ধ বের হয়। সেই বাড়িতে তল্লাশি চালিয়ে নীল ড্রাম থেকে তরুণীর পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশি জেরায় মনোজ জানিয়েছে, সে তরুণীকে ভালবাসত। কিন্তু তিনি অন্য এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। তা ঘিরে রাগের মাথায় খুনের ঘটনাটি ঘটায়। বাড়িতে ডেকে তরুণীর হাত, পা বেঁধে শ্বাসরোধ করে খুন করে নীল ড্রামে দেহ লুকিয়ে রাখে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে মনোজকে।